বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

আমার স্বামীর উপরে কু-নজর পড়েছে: অঙ্কিতা

দুর্ঘটনার কবলে প ড়েছেন বলিউড অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডের স্বামী, ব্যবসায়ী ভিকি জৈন। হাতে গুরুতর আঘাত পেয়েছেন। তার হাতে অস্ত্রোপচার করা হয়েছে। প্রায় ৪৫টি সেলাই পড়েছে। ভিকি এখন আগের চেয়ে সুস্থ এবং হাসপাতাল থেকে বাড়িও ফিরেছেন।

হাসপাতাল থেকে বাড়ি ফিরে কু-নজর কাটাতে পূজা-আর্চনার আয়োজন করেন অভিনেত্রী অঙ্কিতা। ‘পবিত্র রিশতা’-খ্যাত এই অভিনেত্রী বলেন, “আমার স্বামীর উপরে কু-নজর পড়েছে। তাই হয়তো এত বড় দুর্ঘটনা। কোনোমতে এবার প্রাণে বেঁচেছে ও।”

স্বামীর কু-নজর কাটানোর একটি ভিডিও ইউটিউবে পোস্ট করেছেন অঙ্কিতা। ভিডিওতে দেখা যাচ্ছে, অঙ্কিতা হাসপাতালে ভিকির জন্য চা বানাচ্ছেন, তখন ভিকিকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার প্রস্তুতি চলছিল। পরে দেখা যায়, অঙ্কিতা ভিকিকে বাড়িতে স্বাগত জানাচ্ছেন। অঙ্কিতা একটি রীতি পালন করছেন, যাতে কু-নজর থেকে রক্ষা পায় তার স্বামী।

অঙ্কিতার পরনে সবুজ রঙের সালোয়ার-কামিজ, মাথায় ওড়না। স্টিলের থালায় একটি গ্লাস ও রীতি পালনে ব্যবহৃত অন্যান্য জিনিসপত্র নিয়ে দাঁড়িয়ে আছেন তিনি। এদিকে, ভিকি সাদা শার্ট ও কালো রঙের প্যান্ট পরে দরজার কাছে দাঁড়িয়ে আছেন।

সোশ্যাল মিডিয়ায় অনেকে অঙ্কিতাকে প্রশ্ন করেছেন। অঙ্কিতা কি ‘ব্ল্যাক-ম্যাজিকে’ বিশ্বাসী? কেউ কেউ সরাসরি এ প্রশ্ন করেছেন অঙ্কিতাকে। অভিনেত্রীর ভাষ্য, “বড় ধকল পেরিয়েছে ও। তাই সবটা সামলে উঠতে অনেকটা সময় লাগবে।”

প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন অঙ্কিতা লোখান্ডে। ‘পবিত্র রিশতা’ ধারাবাহিকের সেটে তাদের প্রেমের সম্পর্ক শুরু হয়। দীর্ঘ ছয় বছর একসঙ্গে ছিলেন। বিয়ের সিদ্ধান্তও নিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে তাদের ব্রেকআপ হয়। এরপর ভিকি জৈনর সঙ্গে সম্পর্কে জড়ান অঙ্কিতা; যা পরিণয় পেয়েছে।

রিয়েলিটি শো দিয়ে অঙ্কিতার শোবিজ অঙ্গনে পথচলা শুরু। এরপর ‘পবিত্র রিশতা’ টিভি ধারাবাহিকে অভিনয় করে খ্যাতি লাভ করেন তিনি। বড় পর্দাতেও অভিনয় করছেন। কঙ্গনা রাণৌত অভিনীত ‘মণিকর্ণিকা: দ্য কুইন অব ঝাঁসি’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রেখেছেন এই অভিনেত্রী। টাইগার শ্রফ ও শ্রদ্ধা কাপুর অভিনীত ‘বাঘি-থ্রি’ সিনেমাতেও দেখা গেছে তাকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

আমার স্বামীর উপরে কু-নজর পড়েছে: অঙ্কিতা

প্রকাশিত সময় : ১০:৫৩:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

দুর্ঘটনার কবলে প ড়েছেন বলিউড অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডের স্বামী, ব্যবসায়ী ভিকি জৈন। হাতে গুরুতর আঘাত পেয়েছেন। তার হাতে অস্ত্রোপচার করা হয়েছে। প্রায় ৪৫টি সেলাই পড়েছে। ভিকি এখন আগের চেয়ে সুস্থ এবং হাসপাতাল থেকে বাড়িও ফিরেছেন।

হাসপাতাল থেকে বাড়ি ফিরে কু-নজর কাটাতে পূজা-আর্চনার আয়োজন করেন অভিনেত্রী অঙ্কিতা। ‘পবিত্র রিশতা’-খ্যাত এই অভিনেত্রী বলেন, “আমার স্বামীর উপরে কু-নজর পড়েছে। তাই হয়তো এত বড় দুর্ঘটনা। কোনোমতে এবার প্রাণে বেঁচেছে ও।”

স্বামীর কু-নজর কাটানোর একটি ভিডিও ইউটিউবে পোস্ট করেছেন অঙ্কিতা। ভিডিওতে দেখা যাচ্ছে, অঙ্কিতা হাসপাতালে ভিকির জন্য চা বানাচ্ছেন, তখন ভিকিকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার প্রস্তুতি চলছিল। পরে দেখা যায়, অঙ্কিতা ভিকিকে বাড়িতে স্বাগত জানাচ্ছেন। অঙ্কিতা একটি রীতি পালন করছেন, যাতে কু-নজর থেকে রক্ষা পায় তার স্বামী।

অঙ্কিতার পরনে সবুজ রঙের সালোয়ার-কামিজ, মাথায় ওড়না। স্টিলের থালায় একটি গ্লাস ও রীতি পালনে ব্যবহৃত অন্যান্য জিনিসপত্র নিয়ে দাঁড়িয়ে আছেন তিনি। এদিকে, ভিকি সাদা শার্ট ও কালো রঙের প্যান্ট পরে দরজার কাছে দাঁড়িয়ে আছেন।

সোশ্যাল মিডিয়ায় অনেকে অঙ্কিতাকে প্রশ্ন করেছেন। অঙ্কিতা কি ‘ব্ল্যাক-ম্যাজিকে’ বিশ্বাসী? কেউ কেউ সরাসরি এ প্রশ্ন করেছেন অঙ্কিতাকে। অভিনেত্রীর ভাষ্য, “বড় ধকল পেরিয়েছে ও। তাই সবটা সামলে উঠতে অনেকটা সময় লাগবে।”

প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন অঙ্কিতা লোখান্ডে। ‘পবিত্র রিশতা’ ধারাবাহিকের সেটে তাদের প্রেমের সম্পর্ক শুরু হয়। দীর্ঘ ছয় বছর একসঙ্গে ছিলেন। বিয়ের সিদ্ধান্তও নিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে তাদের ব্রেকআপ হয়। এরপর ভিকি জৈনর সঙ্গে সম্পর্কে জড়ান অঙ্কিতা; যা পরিণয় পেয়েছে।

রিয়েলিটি শো দিয়ে অঙ্কিতার শোবিজ অঙ্গনে পথচলা শুরু। এরপর ‘পবিত্র রিশতা’ টিভি ধারাবাহিকে অভিনয় করে খ্যাতি লাভ করেন তিনি। বড় পর্দাতেও অভিনয় করছেন। কঙ্গনা রাণৌত অভিনীত ‘মণিকর্ণিকা: দ্য কুইন অব ঝাঁসি’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রেখেছেন এই অভিনেত্রী। টাইগার শ্রফ ও শ্রদ্ধা কাপুর অভিনীত ‘বাঘি-থ্রি’ সিনেমাতেও দেখা গেছে তাকে।