শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ঢামেকে অবহেলায় শিশুর মৃত্যুর অভিযোগ, মারামারিতে আহত ৩

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা অবহেলায় শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ নিয়ে শিশুটির স্বজনদের সঙ্গে হাসপাতালের কর্মচারীদের মারামারিতে তিনজন আহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, গতকাল রাত সোয়া ৮টার দিকে বংশাল থানাধীন আগামাসি লেন থেকে কিডনিজনিত সমস্যা নিয়ে সাফওয়ান (৪) নামের এক শিশুকে গুরুতর অসুস্থ অবস্থায় ঢামেক হাসপাতালে নিয়ে আসেন তার স্বজনরা। পরে তাকে জরুরি বিভাগ থেকে ওয়ার্ডে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটির অবস্থা গুরুতর হওয়ায়, তাকে স্যালাইন দিতে বলা হয়। অক্সিজেন লাগানোর কিছু সময় পর তার মৃত্যু হয়।

তখন সেখানে স্বজনরা চিকিৎসকদের অবহেলার অভিযোগ করেন এবং সেখান থেকে জোরপূর্বক ২০-২৫ জন হাসপাতাল থেকে মৃতদেহ নিয়ে যান। এ নিয়ে হাসপাতালের ওয়ার্ডবয়দের সঙ্গে হাতাহাতির ঘটনাটি ঘটে।

এ ঘটনায় শিশুটির বাবা সামির ছাড়াও শোয়েব, রেজাউল নামের দুজন আহত হয়েছেন। এ ছাড়া মারামারিতে অংশ নেওয়া দুজনকে ঢামেক পুলিশ ফাঁড়িতে আটকে রাখা হয়।

আহত ওয়ার্ডবয় জুয়েলকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

ঢামেকে অবহেলায় শিশুর মৃত্যুর অভিযোগ, মারামারিতে আহত ৩

প্রকাশিত সময় : ১১:৫২:২০ পূর্বাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা অবহেলায় শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ নিয়ে শিশুটির স্বজনদের সঙ্গে হাসপাতালের কর্মচারীদের মারামারিতে তিনজন আহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, গতকাল রাত সোয়া ৮টার দিকে বংশাল থানাধীন আগামাসি লেন থেকে কিডনিজনিত সমস্যা নিয়ে সাফওয়ান (৪) নামের এক শিশুকে গুরুতর অসুস্থ অবস্থায় ঢামেক হাসপাতালে নিয়ে আসেন তার স্বজনরা। পরে তাকে জরুরি বিভাগ থেকে ওয়ার্ডে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটির অবস্থা গুরুতর হওয়ায়, তাকে স্যালাইন দিতে বলা হয়। অক্সিজেন লাগানোর কিছু সময় পর তার মৃত্যু হয়।

তখন সেখানে স্বজনরা চিকিৎসকদের অবহেলার অভিযোগ করেন এবং সেখান থেকে জোরপূর্বক ২০-২৫ জন হাসপাতাল থেকে মৃতদেহ নিয়ে যান। এ নিয়ে হাসপাতালের ওয়ার্ডবয়দের সঙ্গে হাতাহাতির ঘটনাটি ঘটে।

এ ঘটনায় শিশুটির বাবা সামির ছাড়াও শোয়েব, রেজাউল নামের দুজন আহত হয়েছেন। এ ছাড়া মারামারিতে অংশ নেওয়া দুজনকে ঢামেক পুলিশ ফাঁড়িতে আটকে রাখা হয়।

আহত ওয়ার্ডবয় জুয়েলকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক।