1. news@dailydeshnews.com : Admin2021News :
  2. : deleted-txS0YVEn :
বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ১২:৩৭ পূর্বাহ্ন

ফের দীপিকার বিরুদ্ধে ফিরল চরম অপেশাদারিত্বের অভিযোগ!

বিনোদন ডেস্ক/দৈনিক দেশ নিউজ ডটকম
  • প্রকাশের সময় : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪০ পঠিত

প্রভাস–অমিতাভ বচ্চন অভিনীত বহুল আলোচিত ছবি কল্কি ২৮৯৮ এডি ছবির সিক্যুয়েল থেকে বিদায় নিলেন দীপিকা পাড়ুকোন। ছবির প্রযোজনা সংস্থা ভাইজয়ন্তী মুভিজের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেল থেকে একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়েছে—

“ ‘কল্কি ২৮৯৮ এডি’-র সিক্যুয়েলে দীপিকা পাড়ুকোন আর থাকছেন না। দীর্ঘ প্রথম পর্বের যাত্রা সত্ত্বেও আমাদের মধ্যে সঠিক বোঝাপড়া তৈরি হয়নি। কল্কির মতো ছবির জন্য দরকার পূর্ণ প্রতিশ্রুতি।

আমাদের পক্ষ থেকে শুভকামনা রইল দীপিকাকে এবং তাঁর আসন্ন সব কাজের জন্য।”
এই ঘোষণার পর থেকেই সামাজিক ছড়িয়ে পড়েছে হতাশা, বিস্ময় আর জল্পনা। কারণ, ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবিতে প্রভাস–অমিতাভর পাশাপাশি অন্যতম মুখ্যচরিত্র ছিলেন দীপিকা

এটা প্রথম নয়, চলতি বছর দীপিকার এটি দ্বিতীয় বড় ধাক্কা। কিছুদিন আগেই সন্দীপ রেড্ডি ভঙ্গার স্পিরিট ছবি থেকেও বেরিয়ে এসেছেন তিনি।

এরপর সেই ছবিতে প্রভাসের বিপরীতে দীপিকার জায়গায় কাস্ট করা হয় তৃপ্তি দিমরিকে। খবর, ‘কল্কি’ সিক্যুয়েল থেকে দীপিকার বিদায়ের আসল কারণ নাকি বিশাল টাকার অংকের পারিশ্রমিক দাবি এবং তার সঙ্গে শুটিং শিডিউল ম্যানেজমেন্ট। জানা গেছে, দরকষাকষিতে চূড়ান্ত সমঝোতা হয়নি। এরপর দীপিকার টিম নাকি তাঁর শুটিং-ডেট দিয়ে দেন অ্যাটলির পরবর্তী ছবিতে
ইন্ডাস্ট্রিতে জোর ফিসফাস, দীপিকার চড়া দাবিতেই নাকি প্রযোজকদের ‘চোখ কপালে’ উঠেছিল! দীপিকা নাকি ‘কল্কি ২’-এর জন্য প্রথম ছবির তুলনায় দ্বিগুণ পারিশ্রমিক দাবি করেছিলেন।

এতটাই বিশাল অঙ্ক যে প্রযোজকদের নাকি সত্যি ‘চোখ কপালে ওঠে’। শুধু তাই নয়, শুটিংয়ের সময় প্রতিদিন মাত্র পাঁচ ঘণ্টা কাজ করার শর্তও দিয়েছিলেন নায়িকা। এছাড়াও শোনা যাচ্ছে, নিজের টিমের জন্য বিলাসবহুল ট্রিটমেন্ট, পাঁচতারা হোটেলে থাকার ব্যবস্থা, খাওয়াদাওয়ার খরচ মিলিয়ে একেবারে রাজকীয় আতিথেয়তা দাবি করেছিলেন দীপিকা।
আবার কেউ কেউ এও বলছেন, দীপিকা নাকি ২৫ শতাংশ বাড়তি পারিশ্রমিক এবং ৭ ঘণ্টার শুটিং-শিফট চেয়েছিলেন। টিমে তাঁর সঙ্গে থাকেন প্রায় ২৫ জন সদস্য—তাঁদের জন্যও একই রকম ফাইভ-স্টার আতিথেয়তার দাবি ওঠে।

প্রযোজকরা নাকি একাধিকবার সমঝোতার চেষ্টা করলেও অভিনেত্রী নিজের দাবিতে অনড় ছিলেন।
এরপরেই আসে প্রযোজকদের আনুষ্ঠানিক ঘোষণা।

এমন আবহে দীপিকার বিরুদ্ধে শুটিংয়ে টাইম ম্যানেজমেন্ট নিয়ে পুরনো অভিযোগ ফের আলোচনায় উঠে এসেছে। সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে এক পুরনো সাক্ষাৎকার। ২০১২ সালে রেস ২ ছবির প্রযোজক রমেশ তৌরানির কড়া অভিযোগ উঠে এসেছিল দীপিকার বিরুদ্ধে—অভিযোগ, “অপেশাদার” আচরণ।

তৌরানির কথায়, “আমার ২৫ বছরের কেরিয়ারে কোনও অভিনেতার থেকে এমন অসম্মান পাইনি।”

তখন খবর ছড়ায়, দীপিকা নাকি একটি হলিউড প্রজেক্টের জন্যই ‘রেস ২’ ছেড়েছিলেন! বিষয়টি গড়ায় এতদূর যে, প্রযোজক সংস্থা থেকে শুরু করে ‘সিনে অ্যান্ড টিভি আর্টিস্টস অ্যাসোসিয়েশন’ (CINTAA) পর্যন্ত অভিযোগ গড়ায়। শেষমেশ শর্তসাপেক্ষে ফিরেছিলেন দীপিকা। দীপিকার বিরুদ্ধে প্রযোজকের আরও অভিযোগ ছিল, ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি ছবির শুটিংয়ে যেন বাধা না পড়ে তাই দীপিকার জন্য ডেট অ্যাডজাস্টও তিনি করেছিলেন ‘রেস ২’ তে! প্রসঙ্গত, ২০১৩-তেই ‘রেস ২’ আর ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’—দুটোই দীপিকার কেরিয়ারের টার্নিং পয়েন্ট হয়ে ওঠে।
তাহলে এবার? দু-দু’টি ব্লকবাস্টার প্রজেক্ট—‘স্পিরিট’ আর ‘কল্কি ২৮৯৮ এডি ২’—ছাড়লেন দীপিকা। কারণ কি কেবল শিডিউল আর টাকার অঙ্ক? না কি ইন্ডাস্ট্রির ভেতরে অন্য কোনও অস্বস্তি? এইমুহূর্তে একটাই প্রশ্ন এখন ভক্তদের মনে—কল্কি ২৮৯৮ এডি’ সিক্যুয়েলে দীপিকার জায়গায় কে আসছেন?

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All Rights Reserved © DAILY DESH NEWS.COM 2020-2023
Theme Customized BY Sky Host BD