রাজশাহীর চারঘাট উপজেলায় একটি পুকুরে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে চারঘাট মডেল থানা পুলিশ। তাঁর নাম রুপো খাতুন (৮০) স্থানীয় লোকজনের ভিত্তিতে রবিবার সকাল আনুমানিক ৮ টার দিকে উপজেলার চারঘাট ইউনিয়নের তালবাড়িয়া রমজানের বাড়ির সামনে সরকারি পুকুর থেকে ভাসমান অবস্থায় অর্ধগলিত লাশটি উদ্ধার করা হয়। নিহত নারী উপজেলার বামনীদহ পরানপুর গ্রামের মৃত শুকুর আলীর স্ত্রী।
স্থানীয় বাসিন্দারা জানান, কাপড় পড়া অবস্থায় ওই বৃদ্ধার লাশ পুকুরে ভাসছিল। খবর পেয়ে ওই বৃদ্ধার স্বজনেরা এসে লাশটি শনাক্ত করেন। পরে পুলিশ লাশটি উদ্ধার করে।
নিহত বৃদ্ধার বড় ছেলে নওশাদ জানান,তাঁর মা মানসিক রোগী ছিলেন। আমার ছোট বোন বেদনার বাড়ি বামনীদহ পরানপুর হতে গত বৃহস্পতিবার সকাল থেকে নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুজির করে কোন সন্ধান পাইনি। আজ সকালে খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরা দেখে নিশ্চিত হয়।
চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লাশ ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। উর্ধ্বতন কর্মকতার নির্দেশে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ময়না তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।