1. news@dailydeshnews.com : Admin2021News :
  2. : deleted-txS0YVEn :
রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০১:৩৫ পূর্বাহ্ন

ট্রাম্পের সঙ্গে মামলা মেটাতে বড় অঙ্কের অর্থ দিচ্ছে ইউটিউব

আন্তর্জাতিক ডেস্ক /দৈনিক দেশ নিউজ ডটকম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪ পঠিত

মামলা নিষ্পত্তিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং অন্য মামলাকারীদের ২৪.৫ মিলিয়ন ডলার দিতে সম্মত হয়েছে ইউটিউব। ২০২১ সালে ট্রাম্পকে প্ল্যাটফর্ম থেকে সাময়িকভাবে নিষিদ্ধ করার পর এ মামলা দায়ের করা হয়েছিল।

নথিতে বলা হয়েছে, এর মধ্যে ২২ মিলিয়ন ডলার ট্রাম্পের হোয়াইট হাউসে একটি স্টেট বলরুম নির্মাণে সহায়তার জন্য ব্যয় করা হবে। এই অর্থ ট্রাস্ট ফর দ্য ন্যাশনাল মল নামের একটি করমুক্ত প্রতিষ্ঠানে রাখা হবে।

অন্যদিকে, বাকি ২.৫ মিলিয়ন ডলার মামলার অন্যান্য বাদীদের মধ্যে বণ্টন করা হবে। এদের মধ্যে রয়েছেন আমেরিকান কনজারভেটিভ ইউনিয়ন, অ্যান্ড্রু ব্যাজিয়ানি, অস্টেন ফ্লেচার, মেরিস ভেরোনিকা জাঁ-লুই, ফ্র্যাঙ্ক ভ্যালেন্টাইন, কেলি ভিক্টরি এবং নাওমি উলফ।

ফাইলিংয়ে উল্লেখ করা হয়েছে, এই নিষ্পত্তি বিজ্ঞপ্তি এবং বাদ দেওয়ার সম্মতিপত্র কোনোভাবেই প্রতিবাদকারীদের বা তাদের প্রতিনিধি, কর্মচারী বা এজেন্টদের দোষ বা দায় স্বীকার হিসেবে গণ্য হবে না এবং এটি সমস্ত পক্ষের মধ্যে কেবল বিরোধপূর্ণ দাবি মীমাংসা করা এবং আরও আইনগত জটিলতা ও ব্যয় এড়ানোর উদ্দেশ্যে প্রণীত হয়েছে।

ইউটিউব ২০২১ সালের ৬ জানুয়ারি মাসে মার্কিন ক্যাপিটল আক্রমণের পর ট্রাম্পের অ্যাকাউন্ট স্থগিত করে। তখন তারা জানায়, একটি আপলোড করা ভিডিও সহিংসতা উস্কে দেওয়ার নীতি লঙ্ঘন করেছে। দুই বছরেরও বেশি সময় পর ইউটিউব ট্রাম্পের চ্যানেল পুনরায় সক্রিয় করেছে। তারা উল্লেখ করেছে যে- ভোটাররা নির্বাচনের আগে প্রধান জাতীয় প্রার্থীদের কাছ থেকে সমানভাবে শোনার সুযোগ পেতে পারে।

ট্রাম্প মামলায় দাবি করেছিলেন যে, ইউটিউব তাকে প্ল্যাটফর্ম থেকে অনির্দিষ্টকাল নিষিদ্ধ করে মৌলিক সাংবিধানিক বাকস্বাধীনতার অধিকার প্রয়োগ করতে বাধা দিয়েছে।

চলতি বছরের মধ্যে ইউটিউব সর্বশেষ সোশ্যাল মিডিয়া কোম্পানি যে ক্যাপিটল আক্রমণের পর ট্রাম্পের অ্যাকাউন্ট স্থগিত করার বিষয়টি সমাধানের জন্য চুক্তিতে পৌঁছেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All Rights Reserved © DAILY DESH NEWS.COM 2020-2023
Theme Customized BY Sky Host BD