বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

কেয়া পায়েলের ক্ষোভ

জন্মদিন উপলক্ষে ছোট ভাইয়ের সঙ্গে ফেসবুকে ছবি পোস্ট করেন জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। ছবি পোস্ট করে বিরূপ এক অভিজ্ঞতার মুখোমুখি হলেন এ অভিনেত্রী। নেতিবাচক মন্তব্যে সয়লাব; যা নিয়ে ক্ষোভ ঝাড়লেন এই নায়িকা।

ভাই-বোনের সম্পর্ক নিয়েও কিছু মানুষের নানা কথা সহ্য করতে হচ্ছে। কেউ কেউ লিখেছেন, তারা আপন ভাই-বোন নন। এমনকি ভাই-বোনও নন, এটাও কেউ কেউ মন্তব্যে লিখেছেন। অভিনেত্রী জানান, চোখের সামনে কত বড় হয়ে গেল ভাই, সেগুলো ভেবেই ছবিগুলো স্মৃতি হিসেবে পোস্ট করা।

কেয়া পায়েল বলেন, ‘আমরা তিন ভাই-বোন। আমি সবার বড়। আমার ছোট ভাই দ্বীপ (আরিয়ান আদভান) ও এক বোন আছে। ছোট ভাই কলেজে পড়ে, ছোট বোনের বয়স ৬ বছর। ওদের ঘিরেই আমার সব কিছু। তাদের জন্মদিন সব সময়ই আমার কাছে বিশেষ। যতই কাজ থাকুক, দিনটাতে ওদের ঘিরেই নানা পরিকল্পনা করি। কখনও বের হওয়া হয়। এমনিতেও আমরা বের হই, ঘুরি। সেই ছবিগুলো প্রায়ই ফেসবুক পোস্ট করা হয়। সেভাবেই এবারও ছবি পোস্ট করে কিছু মানুষের রুচির বহিঃপ্রকাশ দেখছি, নোংরা মানসিকতা দেখতে পাচ্ছি।’

পায়েল আরও বলেন, ‘চোখের সামনে ভাই-বোনদের বেড়ে ওঠা দেখছি। প্রায়ই মনে হয়, কত বড় হয়ে যাচ্ছে ওরা। ওরা তো আমাদের আদরের। জন্মদিনে ভাইকে আদর করে একটি চুমু দিয়েছি। ছবিটি আমাদের খুবই পছন্দের। শুভ কামনা জানিয়েছি। মজার এই ছবিগুলো নিয়ে ট্রলের মধ্যে পড়েছি।’

মন খারাপ করে অভিনেত্রী বলেন, ‘আমার আপন ছোট ভাই। আমি স্ট্যাটাসে লিখে পর্যন্ত দিয়েছি। আবার মন্তব্যেও লিখে দিয়েছি। তার পরও কিছু মানুষের মন্তব্যে মনে হয়েছে, তারা বিকৃত মস্তিষ্কের। তাদের বিন্দু পরিমাণ কমনসেন্স নেই। ছোট ভাইয়ের সঙ্গে ছবি পোস্ট করেও কেন গালি খাব, আমি কি অন্যায় করছি?’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

কেয়া পায়েলের ক্ষোভ

প্রকাশিত সময় : ০১:২৪:১৪ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫

জন্মদিন উপলক্ষে ছোট ভাইয়ের সঙ্গে ফেসবুকে ছবি পোস্ট করেন জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। ছবি পোস্ট করে বিরূপ এক অভিজ্ঞতার মুখোমুখি হলেন এ অভিনেত্রী। নেতিবাচক মন্তব্যে সয়লাব; যা নিয়ে ক্ষোভ ঝাড়লেন এই নায়িকা।

ভাই-বোনের সম্পর্ক নিয়েও কিছু মানুষের নানা কথা সহ্য করতে হচ্ছে। কেউ কেউ লিখেছেন, তারা আপন ভাই-বোন নন। এমনকি ভাই-বোনও নন, এটাও কেউ কেউ মন্তব্যে লিখেছেন। অভিনেত্রী জানান, চোখের সামনে কত বড় হয়ে গেল ভাই, সেগুলো ভেবেই ছবিগুলো স্মৃতি হিসেবে পোস্ট করা।

কেয়া পায়েল বলেন, ‘আমরা তিন ভাই-বোন। আমি সবার বড়। আমার ছোট ভাই দ্বীপ (আরিয়ান আদভান) ও এক বোন আছে। ছোট ভাই কলেজে পড়ে, ছোট বোনের বয়স ৬ বছর। ওদের ঘিরেই আমার সব কিছু। তাদের জন্মদিন সব সময়ই আমার কাছে বিশেষ। যতই কাজ থাকুক, দিনটাতে ওদের ঘিরেই নানা পরিকল্পনা করি। কখনও বের হওয়া হয়। এমনিতেও আমরা বের হই, ঘুরি। সেই ছবিগুলো প্রায়ই ফেসবুক পোস্ট করা হয়। সেভাবেই এবারও ছবি পোস্ট করে কিছু মানুষের রুচির বহিঃপ্রকাশ দেখছি, নোংরা মানসিকতা দেখতে পাচ্ছি।’

পায়েল আরও বলেন, ‘চোখের সামনে ভাই-বোনদের বেড়ে ওঠা দেখছি। প্রায়ই মনে হয়, কত বড় হয়ে যাচ্ছে ওরা। ওরা তো আমাদের আদরের। জন্মদিনে ভাইকে আদর করে একটি চুমু দিয়েছি। ছবিটি আমাদের খুবই পছন্দের। শুভ কামনা জানিয়েছি। মজার এই ছবিগুলো নিয়ে ট্রলের মধ্যে পড়েছি।’

মন খারাপ করে অভিনেত্রী বলেন, ‘আমার আপন ছোট ভাই। আমি স্ট্যাটাসে লিখে পর্যন্ত দিয়েছি। আবার মন্তব্যেও লিখে দিয়েছি। তার পরও কিছু মানুষের মন্তব্যে মনে হয়েছে, তারা বিকৃত মস্তিষ্কের। তাদের বিন্দু পরিমাণ কমনসেন্স নেই। ছোট ভাইয়ের সঙ্গে ছবি পোস্ট করেও কেন গালি খাব, আমি কি অন্যায় করছি?’