বরগুনার পাথরঘাটার চরদুয়ানী এলাকায় অভিযান চালিয়ে দুইটি মাথাসহ ৪০ কেজি হরিণের মাংস জব্দ করেছে নৌ-পুলিশ। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি তারা।
বুধবার (১ অক্টোবর) চরদুয়ানী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নাপ্তারখাল এলাকা থেকে এই মাংস জব্দ হয় বলে নিশ্চিত করেছেন নৌ পুলিশ ফাঁড়ির এসআই মো. সাইফুল ইসলাম।
পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নাপ্তারখাল এলাকায় অভিযান চালানো হয়। এ সময় দুইটি মাথাসহ তিনটি বস্তায় ৪০ কেজি হরিণের মাংস জব্দ হয়।পুলিশের উপস্থিতি টের পেয়ে জড়িত পাচারকারীরা পালিয়ে যায়।
নৌ পুলিশ ফাঁড়ির এসআই মো. সাইফুল ইসলাম বলেন, “পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করা হয়েছে। পরে বন বিভাগের সদস্যদের উপস্থিতিতে জব্দ করা হরিণের মাংস বিকেলে কেরোসিন দিয়ে মাটিতে পুঁতে ফেলা হয়। এই ঘটনায় বন বিভাগ বাদী হয়ে পাথরঘাটা থানায় মামলা করেছে।”
পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বলেন, “অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেছে বন বিভাগ। তদন্ত শুরু হয়েছে।”