1. news@dailydeshnews.com : Admin2021News :
  2. : deleted-txS0YVEn :
বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পদত্যাগ করলেন ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী হবেন কি? এমন প্রশ্নের উত্তরে যা বললেন তারেক রহমান সেনাপ্রধান গুম-খুনে অভিযুক্ত কাউকে দায়মুক্তির কথা বলেননি: আইএসপিআর বাংলাদেশে নির্বাচনে যেই ক্ষমতায় আসুক তার সঙ্গেই কাজ করবে দিল্লি চিকিৎসাশাস্ত্রে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ৫০ হাজার ছাড়াল রোগী প্রধান উপদেষ্টার সঙ্গে আইসেস্কো মহাপরিচালকের সাক্ষাৎ প্রথমবারের মত স্বাক্ষরিত হল বাংলাদেশ-সৌদি আরব কর্মী নিয়োগ সংক্রান্ত চুক্তি সুমুদ ফ্লোটিলা থেকে আটক ১৭১ জনকে মুক্তি দিল ইসরায়েল দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম, ভরি দুই লাখের ওপরে

অথচ জ্যোতিদের বিশ্বকাপ শুরু আজ

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ১৭ পঠিত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রশাসনে কারা আসবেন? পরবর্তী বোর্ড সভাপতি কে হবেন? নির্বাচনকে ঘিরে কোট-কাচারি, মনোনয়ন উত্তোলন, জমা, বৈধতা, বাতিল, প্রত্যাহার, চূড়ান্ত প্রার্থী ঘোষণা…এসব নিয়েই এখন ক্রিকেটের দিন-যাপন।

ক্রিকেট বোর্ডের বিশাল ক্যানভাসে ক্রিকেটটা বাদে সবই হচ্ছে৷ অথচ আজ বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের ওয়ানডে বিশ্বকাপের মিশন শুরু হচ্ছে। খেলা তো বাদ-ই, আলোচনাটাই থমকে গেছে বিসিবি নির্বাচনের ডামাডোলে৷

এতে বাংলাদেশ নারী ক্রিকেট দলের সদস্যরা নিজেদেরকে একটু দুর্ভাগা ভাবতেই পারেন। চাইলে ২২ বাজে সেই জবাবটা দিয়েও দিতে পারেন। সেই লড়াইয়ে বিশ্বকাপের প্রথম ম্যাচে কলম্বোতে আজ বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান।

এই আসরে দ্বিতীয়বারের মতো অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। তিন বছর আগে প্রথম আসরে গ্রুপ পর্ব-এ একটি জয় কেবল তুলে আনতে পেরেছিল বাংলাদেশ। সেই জয়টা ছিল পাকিস্তানের বিপক্ষে। এবার পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু হয় বাংলাদেশ বেশি খুশি।

‘’হ্যাঁ, আমার মনে হয়, আমাদের জন্য পাকিস্তানের বিপক্ষে খেলাটা ভালো কারণ আমরা অনেক দিন ধরে একসাথে খেলেছি এবং আমরা একে অপরকে চিনি। আর দেখুন, আমরা তাদের বিপক্ষে কোয়ালিফায়ারে খেলেছি এবং দ্বিপাক্ষিক সিরিজও খেলেছি। তাই, এটি একটি ভালো প্রতিযোগিতা হতে পারে।’’

নিজেদের প্রথমত প্রথম ম্যাচ নিয়ে অধিনায়ক বেশ উচ্ছ্বসিত, ‘’আমার মনে হয় এরপর অনেক কিছু বদলে যাবে। এটি একটি নতুন দিন। আমাদের জন্য টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ। এটি পুরো টুর্নামেন্টের জন্য একটি ভালো পরিবেশ তৈরি করবে এবং বাকি খেলাগুলোতে খেলার জন্য আমাদের আরও আত্মবিশ্বাস দেবে।’’

গত আসরের সুখস্মৃতি সঙ্গী করে জয় দিয়ে শুরু করতে চায় জ্যোতির দল। খেলা শুরু বিকেল সাড়ে তিনটায়। গত পাঁচ মাসে কোনো আন্তর্জাতিক ম্যাচ না খেলেই বিশ্বকাপ খেলতে গেছেন জ্যোতিরা। লম্বা সময় ধরে অবশ্য প্রস্তুতি ক্যাম্প করেছেন। সেটিকেই এখন ভরসা মানছেন অধিনায়ক।

‘’আমরা আমাদের মানসিক অবস্থার উপর কঠোর পরিশ্রম করেছি কারণ আমরা সবাই জানি যে, এখানে আমাদের ম্যাচ জেতার ভালো সম্ভাবনা আছে, কিন্তু আসল কথা হলো আমাদের শুধু বিশ্বাস করতে হবে।’’

‘’বাছাইপর্বের পর কয়েক মাস ধরে আমরা নিজেদের খুব ভালোভাবে প্রস্তুত করছি এবং আমরা কঠোর পরিশ্রম করেছি। বিশেষ করে আমাদের শারীরিক শক্তির উপরও কাজ করেছি।’’

ব্যাটিং নিয়ে চিন্তা থাকলেও এইবার ভালো কিছু হবে বলে বিশ্বাস করেন জ্যোতি, ‘’অনেক দিন ধরেই, ব্যাটিং আমাদের প্রধান চিন্তার বিষয় ছিল। আমরা ব্যাটিং ইউনিট হিসেবে পারফর্ম করতে পারিনি। এবার আমরা ব্যাটিং ইউনিট হিসেবে খুব বেশি পরিশ্রম করছি এবং আমরা আসলে নিজেদের কথা দিয়েছি যে পারফর্ম করবোই। যদি আমরা খেলা জিততে চাই, তাহলে আমাদের স্কোরবোর্ডে কিছু রান রাখতে হবে।’’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All Rights Reserved © DAILY DESH NEWS.COM 2020-2023
Theme Customized BY Sky Host BD