বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ইসরায়েলপন্থি ৬ সন্ত্রাসীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

ইসরায়েলের সঙ্গে সম্পৃক্ত ছয়জন সন্ত্রাসীর মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। শনিবার (৪ অক্টোবর) সকালে দেশটির খুজেস্তান প্রদেশে তাদের ফাঁসি দেওয়া হয়।

মেহের নিউজ এজেন্সি জানিয়েছে, এসব সন্ত্রাসী চারজন নিরাপত্তা কর্মীকে হত্যাসহ বিভিন্ন সহিংস ঘটনার দায় স্বীকার করেছে। ঘটনার মধ্যে রয়েছে খোররামশাহরে এক বোমা হামলাও, যদিও এ হামলার বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি।

এদিকে, গত সপ্তাহে ইরানের গার্ডিয়ান কাউন্সিলের মুখপাত্র হাদি তাহান নাজিফ জানিয়েছেন, গুপ্তচরবৃত্তির শাস্তি কঠোর করার বিল এবং অসামরিক ড্রোন ব্যবহারের নিয়ন্ত্রণবিষয়ক খসড়া আইন অনুমোদন পেয়েছে।

তার মতে, আইনের প্রাথমিক খসড়াগুলো সংবিধানগত ও ধর্মীয় (শরিয়া) অস্পষ্টতার কারণে সংশোধন করা হয়েছিল। পর্যালোচনার পর গার্ডিয়ান কাউন্সিল জানিয়েছে, সংশোধিত আইনে শরিয়া বা সংবিধানের কোনো বিরোধ নেই।

নতুন ‘গুপ্তচরবৃত্তি আইন’ অনুযায়ী, ইরানের জাতীয় নিরাপত্তা ও স্বার্থের বিরুদ্ধে কাজ করা বা ‘ইহুদিবাদী শাসনব্যবস্থা ও শত্রু রাষ্ট্রের সঙ্গে সহযোগিতাকারীদের’ বিরুদ্ধে আরো কঠোর শাস্তির বিধান রয়েছে।

দ্বিতীয় আইনটি ‘অসামরিক ড্রোন ব্যবহারের জন্য’ আইনি কাঠামো নির্ধারণ করেছে, যেখানে নিরাপত্তা, লাইসেন্সিং ও তদারকি প্রক্রিয়া নির্ধারণ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

ইসরায়েলপন্থি ৬ সন্ত্রাসীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

প্রকাশিত সময় : ০৪:০৩:৩৮ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫

ইসরায়েলের সঙ্গে সম্পৃক্ত ছয়জন সন্ত্রাসীর মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। শনিবার (৪ অক্টোবর) সকালে দেশটির খুজেস্তান প্রদেশে তাদের ফাঁসি দেওয়া হয়।

মেহের নিউজ এজেন্সি জানিয়েছে, এসব সন্ত্রাসী চারজন নিরাপত্তা কর্মীকে হত্যাসহ বিভিন্ন সহিংস ঘটনার দায় স্বীকার করেছে। ঘটনার মধ্যে রয়েছে খোররামশাহরে এক বোমা হামলাও, যদিও এ হামলার বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি।

এদিকে, গত সপ্তাহে ইরানের গার্ডিয়ান কাউন্সিলের মুখপাত্র হাদি তাহান নাজিফ জানিয়েছেন, গুপ্তচরবৃত্তির শাস্তি কঠোর করার বিল এবং অসামরিক ড্রোন ব্যবহারের নিয়ন্ত্রণবিষয়ক খসড়া আইন অনুমোদন পেয়েছে।

তার মতে, আইনের প্রাথমিক খসড়াগুলো সংবিধানগত ও ধর্মীয় (শরিয়া) অস্পষ্টতার কারণে সংশোধন করা হয়েছিল। পর্যালোচনার পর গার্ডিয়ান কাউন্সিল জানিয়েছে, সংশোধিত আইনে শরিয়া বা সংবিধানের কোনো বিরোধ নেই।

নতুন ‘গুপ্তচরবৃত্তি আইন’ অনুযায়ী, ইরানের জাতীয় নিরাপত্তা ও স্বার্থের বিরুদ্ধে কাজ করা বা ‘ইহুদিবাদী শাসনব্যবস্থা ও শত্রু রাষ্ট্রের সঙ্গে সহযোগিতাকারীদের’ বিরুদ্ধে আরো কঠোর শাস্তির বিধান রয়েছে।

দ্বিতীয় আইনটি ‘অসামরিক ড্রোন ব্যবহারের জন্য’ আইনি কাঠামো নির্ধারণ করেছে, যেখানে নিরাপত্তা, লাইসেন্সিং ও তদারকি প্রক্রিয়া নির্ধারণ করা হয়েছে।