স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ফ্যাসিস্টের দোসর ও পাশের দেশ থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে।
রবিবার (৫ অক্টোবর) দুপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি বলেন, পার্বত্য এলাকায় যে ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে অস্থিরতা সৃষ্টি হয়েছিল, মেডিকেল পরীক্ষায় সেই ঘটনার কোনো প্রমাণ পাওয়া যায়নি।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, দুর্গাপূজায় পাশের দেশে প্রধান উপদেষ্টার প্রতিকৃতি বানানো এবং দেশে অসুরের মুখে দাঁড়ি ব্যবহার করা একই সূত্রে গাঁথা। তার মতে, এর মধ্য দিয়েই ফ্যাসিস্টের দোসর ও পাশের দেশ থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালানো হচ্ছে।
তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সক্রিয় ভূমিকা, গোয়েন্দা নজরদারি ও পূজা উদ্যাপন কমিটির সহযোগিতায় এই চক্রান্ত ব্যর্থ হয়েছে।