ভোটের লড়াইয়ে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটের সামনে দাঁড়াতেই পারেননি দেবব্রত পাল।
সোমবার (৬ অক্টোবর) অনুষ্ঠিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক নির্বাচনে ৪৩ ভোটের মধ্যে ৩৫টি ভোট পেয়ে ‘সি’ ক্যাটাগরি থেকে পরিচালক নির্বাচিত হয়েছেন তিনি। দেবব্রত পাল পেয়েছেন মাত্র ৭ ভোট। একটি ভোট নষ্ট হয়েছে।
তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস ছিল এই ক্যাটাগরির নির্বাচনে। দুই প্রার্থীই ছিলেন সমান জনপ্রিয়। খালেদ মাসুদ পাইলট এবং দেবব্রত পালের মধ্যে কে জিতবেন, তা আগে থেকে অনুমান করার মতো কিছু ছিল না। তবে ভোট শেষে দেখা গেল পাইলটের সামনে দাঁড়াতেই পারেননি দেবব্রত।