রাজশাহীতে এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, প্রধান উপদেষ্টা আর কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত হয়ে রাজনীতি করবেন না বলেই ধারনা করি। কারণ দেশের জনগন উপদেষ্টা পরিষদ নয়, তার প্রতি আস্থা রেখেছিল। সোমবার (৬ অক্টোবর) বিকালে নগরীর চেম্বার ভবন মিলনায়তনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
উপদেষ্টাদের চরিত্রের শেষটা দেখতে চান জানিয়ে সারজিস আলম বলেন, কয়েকজন উপদেষ্টা নির্বাচনের মাধ্যমে সসম্মানে কিভাবে সেফ এক্সিট করা যায়, সেটা চিন্তা করছেন। তারা যেন এই চিন্তা করেন, নির্বাচনের মধ্য দিয়ে চুপি চুপি দায়সারাভাবে চলে যাওয়া সম্মানের না।
উপদেষ্টাদের কারনে, বিচার, আইন শৃঙ্খলা রক্ষা, বৈদেশিক সম্পর্ক এসব ক্ষেত্রে সমস্যা হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।
সারজিস আলম বলেন, বাংলাদেশে কোন ফর্মে আওয়ামীলীগের রাজনীতি করার সুযোগ নেই। রাজনৈতিক দল হিসেবে তাদের নিষিদ্ধ, প্রতীক ও নিবন্ধন সবকিছু বাতিল করতে হবে। তা না করা হলে, আগের মতোই ছাত্র জনতা রাজপথে অবস্থান নেবে।
রাজশাহীতে জাতীয় নাগরিক পার্টির জেলা ও মহানগর কমিটির সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন সারজিস আলম।
সভায় এনসিপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন ও মহানগরের প্রধান সমন্বয়কারী মোবাশ্বের আলী অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।