মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

নোয়াখালীতে গ্যাস নেওয়ার সময় বাসের সিলিন্ডার বিস্ফোরণ, আহত ৪

নোয়াখালীর বেগমগঞ্জ-লক্ষীপুর সড়কে বাসে গ্যাস নেওয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণে চারজন আহত হয়েছেন। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশা ও বাসটি ক্ষতিগ্রস্ত হয়। সোমবার (১৩ অক্টোবর) রাত সোয়া ৯টার দিকে উপজেলার কেন্দুরবাগ মীম সিএনজি ফিলিং স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- উপজেলার কেন্দুরবাগ বাজার এলাকার সিএনজি চালক মো. রেজু মিয়া (৬৫) মো. বেচু মিয়া (২৬) মো. আরমান (২৩) ও ফিলিং স্টেশনের কর্মচারী মো. জাবেদ হোসেন (৪০)।

তাদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, লক্ষ্মীপুরের আজাদ পরিবহনের একটি বাস গ্যাস নিতে রাত সোয়া ৯টার দিকে উপজেলার কেন্দুরবাগ মীম সিএনজি ফিলিং স্টেশনে আসে। ওই সময় বাসে গ্যাস দেওয়ার সময় বাসের বাইরে থাকা হঠাৎ সিলিন্ডার বিস্ফোরিত হয়। এ সময় সেখানে থাকা একটি যাত্রীবাহী অটোরিকশা চালকসহ ৪ জন আহত হয়।

তবে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাসের সিলিন্ডারটি নিম্নমানের ছিল। খবর পেয়ে চৌমুহনী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
বেগমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহরিয়ার কামাল জানান, বাস গ্যাস নিতে আসলে এ দুর্ঘটনা ঘটে।

পরে আহত ব্যক্তিরা প্রাথমিক চিকিৎসা শেষে নিজ নিজ বাড়িতে চলে যান। বাসটি জব্দ করে থানায় নিয়ে যাওয়া হবে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মৌলভীবাজারের কমলগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যু, ঝুলন্ত  লাশ উদ্ধার

নোয়াখালীতে গ্যাস নেওয়ার সময় বাসের সিলিন্ডার বিস্ফোরণ, আহত ৪

প্রকাশিত সময় : ০৪:৫৬:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫

নোয়াখালীর বেগমগঞ্জ-লক্ষীপুর সড়কে বাসে গ্যাস নেওয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণে চারজন আহত হয়েছেন। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশা ও বাসটি ক্ষতিগ্রস্ত হয়। সোমবার (১৩ অক্টোবর) রাত সোয়া ৯টার দিকে উপজেলার কেন্দুরবাগ মীম সিএনজি ফিলিং স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- উপজেলার কেন্দুরবাগ বাজার এলাকার সিএনজি চালক মো. রেজু মিয়া (৬৫) মো. বেচু মিয়া (২৬) মো. আরমান (২৩) ও ফিলিং স্টেশনের কর্মচারী মো. জাবেদ হোসেন (৪০)।

তাদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, লক্ষ্মীপুরের আজাদ পরিবহনের একটি বাস গ্যাস নিতে রাত সোয়া ৯টার দিকে উপজেলার কেন্দুরবাগ মীম সিএনজি ফিলিং স্টেশনে আসে। ওই সময় বাসে গ্যাস দেওয়ার সময় বাসের বাইরে থাকা হঠাৎ সিলিন্ডার বিস্ফোরিত হয়। এ সময় সেখানে থাকা একটি যাত্রীবাহী অটোরিকশা চালকসহ ৪ জন আহত হয়।

তবে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাসের সিলিন্ডারটি নিম্নমানের ছিল। খবর পেয়ে চৌমুহনী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
বেগমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহরিয়ার কামাল জানান, বাস গ্যাস নিতে আসলে এ দুর্ঘটনা ঘটে।

পরে আহত ব্যক্তিরা প্রাথমিক চিকিৎসা শেষে নিজ নিজ বাড়িতে চলে যান। বাসটি জব্দ করে থানায় নিয়ে যাওয়া হবে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।