বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ নিয়ে কটূক্তি করার বিষয়ে গাজীপুর সিটি মেয়র জাহাঙ্গীর আলম বলেছেন, তার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করা হয়েছে। শাস্তি পুনর্বিবেচনা করার জন্য প্রধানমন্ত্রীর কাছে রিভিউ করতে চান তিনি।
শনিবার দুপুরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রীর যেকোনো সিদ্ধান্ত মেনে নেবেন জানিয়ে, মেয়র জাহাঙ্গীর আলম বলেন, প্রধানমন্ত্রীকে ভুল তথ্য দিয়ে আমাকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। যাতে প্রধানমন্ত্রীর কাছে আর যেতে না পারি। কিন্তু আমার হৃদয়জুড়ে আওয়ামী লীগ এবং প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু রয়েছেন।
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের কাছে পদ না পেলেও একজন সাধারণ কর্মী হিসেবে আওয়ামী লীগের সাথে থাকার ব্যবস্থা গ্রহণের আহবেদন জানান তিনি।
এসময় প্রধানমন্ত্রীকে পুনরায় বিবেচনা করার জন্য অনুরোধ জানান মেয়র জাহাঙ্গীর আলম।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 

























