কাঙ্ক্ষিত গ্রেড বাস্তবায়নের নিশ্চয়তা না পাওয়ায় আবারও আন্দোলনে নেমেছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। শনিবার (৮ নভেম্বর) সকাল ৯টা থেকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ২০ হাজার শিক্ষক অবস্থান নেন।
তাদের প্রধান দাবি-দশম গ্রেডে বেতন, চাকরির ১০ ও ১৬ বছরে উচ্চতর গ্রেড পাওয়া সংক্রান্ত জটিলতা নিরসন এবং শতভাগ বিভাগীয় পদোন্নতি নিশ্চিত করা। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি (শাহিন-লিপি) সাধারণ সম্পাদক খায়রুন নাহার লিপি জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
দেশের ৬৫ হাজার ৫৬৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে ৩ লাখ ৮৪ হাজার শিক্ষক কর্মরত। গণশিক্ষা মন্ত্রণালয় এপ্রিল মাসে কিছু পদোন্নতির নির্দেশনা দিলেও সহকারী শিক্ষকরা সন্তুষ্ট নন। আন্দোলনে অংশ নিচ্ছেন আরও কয়েকটি শিক্ষক সংগঠন ও তৃতীয় ধাপের ঢাকা ও চট্টগ্রামের নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা।

রিপোর্টারের নাম 






















