সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

মানিকগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিলো দুর্বৃত্তরা

মানিকগঞ্জ সদর উপজেলার মানড়া এলাকায় অবস্থিত ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’-এ গভীর রাতে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এতে স্মৃতিস্তম্ভটির নিচের একটি অংশ দগ্ধ হয়ে কালো হয়ে গেছে।

রোববার (৩০ নভেম্বর) দিবাগত রাত প্রায় সাড়ে ৩টার দিকে এ ঘটনার ঘটে। সোমবার (১ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন।

পুলিশ জানায়, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, রাতের অন্ধকারে একটি কালো রঙের প্রাইভেটকার স্মৃতিস্তম্ভের সামনে এসে থামে। গাড়ি থেকে নেমে আসা দুজন ব্যক্তি আগে থেকে জড়ো করা গাড়ির টায়ারে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। ঘটনাস্থলের পাশে থাকা লোকজন আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।

সোমবার সকাল ৮টার দিকে সরেজমিনে দেখা যায়, ধাতব নির্মিত স্মৃতিস্তম্ভটির নিচের অংশ আগুনে ঝলসে কালচে হয়ে গেছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মানিকগঞ্জের সমন্বয়ক ওমর ফারুক ঘটনাটিকে ‘পরিকল্পিত নাশকতা’ বলে মন্তব্য করেন। তিনি দাবি করেন, (তার বক্তব্য অনুযায়ী) রাজনৈতিকভাবে নিষিদ্ধ ফ্যাসিষ্ট সংগঠনের কিছু সন্ত্রাসীরা বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের মাধ্যমে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে এবং এই ঘটনার সঙ্গেও তাদের সম্পৃক্ততা থাকতে পারে।

এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ওসি মো. কামাল হোসেন সাংবাদিকদের জানান, খবর পাওয়ার পর পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছে। সিসিটিভি ভিডিও সংগ্রহ করা হয়েছে এবং অগ্নিসংযোগে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য জোর তৎপরতা চলছে।

অপরাধীদের দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনার পাশাপাশি সংরক্ষণশীল এবং গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা প্রয়োজন বলে মনে করেন এলাকাবাসী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

মানিকগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিলো দুর্বৃত্তরা

প্রকাশিত সময় : ০৫:৩৪:০২ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫

মানিকগঞ্জ সদর উপজেলার মানড়া এলাকায় অবস্থিত ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’-এ গভীর রাতে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এতে স্মৃতিস্তম্ভটির নিচের একটি অংশ দগ্ধ হয়ে কালো হয়ে গেছে।

রোববার (৩০ নভেম্বর) দিবাগত রাত প্রায় সাড়ে ৩টার দিকে এ ঘটনার ঘটে। সোমবার (১ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন।

পুলিশ জানায়, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, রাতের অন্ধকারে একটি কালো রঙের প্রাইভেটকার স্মৃতিস্তম্ভের সামনে এসে থামে। গাড়ি থেকে নেমে আসা দুজন ব্যক্তি আগে থেকে জড়ো করা গাড়ির টায়ারে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। ঘটনাস্থলের পাশে থাকা লোকজন আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।

সোমবার সকাল ৮টার দিকে সরেজমিনে দেখা যায়, ধাতব নির্মিত স্মৃতিস্তম্ভটির নিচের অংশ আগুনে ঝলসে কালচে হয়ে গেছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মানিকগঞ্জের সমন্বয়ক ওমর ফারুক ঘটনাটিকে ‘পরিকল্পিত নাশকতা’ বলে মন্তব্য করেন। তিনি দাবি করেন, (তার বক্তব্য অনুযায়ী) রাজনৈতিকভাবে নিষিদ্ধ ফ্যাসিষ্ট সংগঠনের কিছু সন্ত্রাসীরা বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের মাধ্যমে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে এবং এই ঘটনার সঙ্গেও তাদের সম্পৃক্ততা থাকতে পারে।

এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ওসি মো. কামাল হোসেন সাংবাদিকদের জানান, খবর পাওয়ার পর পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছে। সিসিটিভি ভিডিও সংগ্রহ করা হয়েছে এবং অগ্নিসংযোগে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য জোর তৎপরতা চলছে।

অপরাধীদের দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনার পাশাপাশি সংরক্ষণশীল এবং গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা প্রয়োজন বলে মনে করেন এলাকাবাসী।