মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপির প্রার্থী হলেন রেজা কিবরিয়া

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বিএনপির প্রার্থী হলেন ড. রেজা কিবরিয়া। আওয়ামী লীগ সরকারের সাবেক অর্থমন্ত্রী প্রয়াত শাহ এ এম এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়ার কিছু দিন আগে দলটিতে যোগ দিয়েছেন।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে দেশের আরও ৩৬টি আসনের সঙ্গে এ আসনের প্রার্থীর নাম জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

হবিগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন কয়েকজন হেভিওয়েট রাজনীতিবিদ। এর মধ্যে রেজা কিবরিয়ার বিএনপিতে আকস্মিক যোগদান নতুন সমীকরণ তৈরি করে। বৃহস্পতিবার তার মনোনয়ন ঘোষণার পর সেই আলোচনা-জল্পনার ইতি ঘটল।

২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে একই আসনে ধানের শীষ প্রতীক নিয়ে লড়েছিলেন রেজা কিবরিয়া।

হবিগঞ্জ-১ আসনে মোট ভোটার ৪ লাখ ৬১ হাজার ২৮৯ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৩৩ হাজার ১৬ জন এবং নারী ২ লাখ ২৮ হাজার ২৬৮ জন। নির্বাচন কমিশন ইতোমধ্যে ১৭৭টি কেন্দ্র ও ৯০৫টি ভোটকক্ষ চূড়ান্ত করেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মৌলভীবাজারের কমলগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যু, ঝুলন্ত  লাশ উদ্ধার

বিএনপির প্রার্থী হলেন রেজা কিবরিয়া

প্রকাশিত সময় : ১১:৩০:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বিএনপির প্রার্থী হলেন ড. রেজা কিবরিয়া। আওয়ামী লীগ সরকারের সাবেক অর্থমন্ত্রী প্রয়াত শাহ এ এম এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়ার কিছু দিন আগে দলটিতে যোগ দিয়েছেন।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে দেশের আরও ৩৬টি আসনের সঙ্গে এ আসনের প্রার্থীর নাম জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

হবিগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন কয়েকজন হেভিওয়েট রাজনীতিবিদ। এর মধ্যে রেজা কিবরিয়ার বিএনপিতে আকস্মিক যোগদান নতুন সমীকরণ তৈরি করে। বৃহস্পতিবার তার মনোনয়ন ঘোষণার পর সেই আলোচনা-জল্পনার ইতি ঘটল।

২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে একই আসনে ধানের শীষ প্রতীক নিয়ে লড়েছিলেন রেজা কিবরিয়া।

হবিগঞ্জ-১ আসনে মোট ভোটার ৪ লাখ ৬১ হাজার ২৮৯ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৩৩ হাজার ১৬ জন এবং নারী ২ লাখ ২৮ হাজার ২৬৮ জন। নির্বাচন কমিশন ইতোমধ্যে ১৭৭টি কেন্দ্র ও ৯০৫টি ভোটকক্ষ চূড়ান্ত করেছে।