মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

টাঙ্গাইল-৫ আসনে বিএনপির মনোনয়ন পেলেন সুলতান সালাউদ্দিন টুকু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ আসনসহ ৩৬টি আসনে দলেণর মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন।

টাঙ্গাইল সদর উপজেলা নিয়ে গঠিত টাঙ্গাইল-৫আসনটি জেলার গুরুত্বপূর্ণ একটি আসন। এই আসন থেকেই পুরো জেলার রাজনীতি পরিচালিত হয়। এই আসনে দলের মনোনয়ন তাকে দেওয়ায় সুলতান সালাউদ্দিন টুকু ও তার কর্মী-সমর্থক-শুভাকাঙ্ক্ষীরা দলের চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ কেন্দ্রীয় নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

মনোনয়ন ঘোষণার পর সুলতান সালাউদ্দিন টুকু তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘সবার প্রতি বিনীত অনুরোধ। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতায় বর্তমান সংবেদনশীল পরিস্থিতি বিবেচনায় কেউ যেন মিছিল, শোভাযাত্রা বা উল্লাসে অংশ না নেয়। দায়িত্বশীল আচরণ বজায় রাখা আমাদের সবার জন্যই গুরুত্বপূর্ণ।’

সুলতান সালাউদ্দিন টুকু সাবেক উপমন্ত্রী ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে দলের মনোনীত প্রার্থী আবদুস সালাম পিন্টুর আপন ছোট ভাই। তিনি বর্তমানে দলের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করছেন। ইতোপূর্বে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন। এ ছাড়া জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতিও ছিলেন তিনি।  রাজনৈতিক জীবনে আন্দোলন-সংগ্রামে সক্রিয় অংশগ্রহণ এবং একাধিকবার কারাবরণ করেছেন সুলতান সালাউদ্দিন টুকু।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মৌলভীবাজারের কমলগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যু, ঝুলন্ত  লাশ উদ্ধার

টাঙ্গাইল-৫ আসনে বিএনপির মনোনয়ন পেলেন সুলতান সালাউদ্দিন টুকু

প্রকাশিত সময় : ১১:৪১:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ আসনসহ ৩৬টি আসনে দলেণর মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন।

টাঙ্গাইল সদর উপজেলা নিয়ে গঠিত টাঙ্গাইল-৫আসনটি জেলার গুরুত্বপূর্ণ একটি আসন। এই আসন থেকেই পুরো জেলার রাজনীতি পরিচালিত হয়। এই আসনে দলের মনোনয়ন তাকে দেওয়ায় সুলতান সালাউদ্দিন টুকু ও তার কর্মী-সমর্থক-শুভাকাঙ্ক্ষীরা দলের চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ কেন্দ্রীয় নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

মনোনয়ন ঘোষণার পর সুলতান সালাউদ্দিন টুকু তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘সবার প্রতি বিনীত অনুরোধ। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতায় বর্তমান সংবেদনশীল পরিস্থিতি বিবেচনায় কেউ যেন মিছিল, শোভাযাত্রা বা উল্লাসে অংশ না নেয়। দায়িত্বশীল আচরণ বজায় রাখা আমাদের সবার জন্যই গুরুত্বপূর্ণ।’

সুলতান সালাউদ্দিন টুকু সাবেক উপমন্ত্রী ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে দলের মনোনীত প্রার্থী আবদুস সালাম পিন্টুর আপন ছোট ভাই। তিনি বর্তমানে দলের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করছেন। ইতোপূর্বে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন। এ ছাড়া জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতিও ছিলেন তিনি।  রাজনৈতিক জীবনে আন্দোলন-সংগ্রামে সক্রিয় অংশগ্রহণ এবং একাধিকবার কারাবরণ করেছেন সুলতান সালাউদ্দিন টুকু।