রাজশাহীর দামকুড়া থানার সোনাইকান্দি পূর্বপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ১০ বোতল নেশাজাতীয় বেরিকফসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তির নাম আমির চাঁদ (৩৩)। সোনাইকান্দি পূর্বপাড়া গ্রামে তার বাড়ি।
গতকাল মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাত পৌনে ১১টায় রাজশাহী নগর ডিবি পুলিশের একটি দল এ অভিযান চালায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে আমির চাঁদ পালানোর চেষ্টা করলে তাকে ডিবি সদস্যরা আটক করেন। পরবর্তীতে তল্লাশিতে তার হাতে থাকা ব্যাগ থেকে কোডিন ফসফেট ও ট্রিপ্রোলিডিন হাইড্রোক্লোরাইডযুক্ত ১০ বোতল বেরিকফ উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমির চাঁদ স্বীকার করেন যে তিনি বিক্রির উদ্দেশ্যে এসব নেশাজাতীয় মাদকদ্রব্য নিজের কাছে রেখেছিলেন এবং দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার নামে আরএমপির বিভিন্ন থানায় একাধিক মামলা চলমান রয়েছে।
গ্রেপ্তার আসামির বিরুদ্ধে দামকুড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 
























