পুরান ঢাকার ইসলামবাগে একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।
বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর ১টার দিকে আগুন লাগে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রোজিনা ইসলাম রাইজিংবিডি ডটকমকে এ তথ্য জানান।
তিনি বলেন, “ইসলামবাগে ভবনে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুন লাগার কারণ ও ক্ষতির বিষয়ে তাৎক্ষণিক কিছু জানা যায়নি।”

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 




















