শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মোস্তাফিজের ১ ওভারে ৩ উইকেট, তবুও ভাগ‌্য পাল্টাল না দুবাইয়ের

বল হাতে মোস্তাফিজুর রহমান আলো ছড়িয়ে যাচ্ছেন ঠিকই। কিন্তু পরাজয়ের বৃত্তে বন্দী তার দল। বুধবার আইএল টি-টোয়েন্টিতে মোস্তাফিজুরের দল দুবাই ক‌্যাপিটালস আরেকটি পরাজয়ের তিক্ত স্বাদ পেয়েছে। এমআই এমিরেটস তাদেরকে হারিয়েছে ৭ রানে।

 

তবে বল হাতে উজ্জ্বল ছিলেন বাংলাদেশের পেস তারকা। ৩৪ রানে ৩ উইকেট নেন তিনি। আগে ব‌্যাটিং করতে নেমে এমআই এমিরেটস ৮ উইকেটে ১৩৭ রান করে। জবাব দিতে নেমে দুবাই ক‌্যাপিটালস ১৩০ রানে গুটিয়ে যায়।

এদিন মোস্তাফিজুর ১ ওভারেই পেয়েছেন ৩ উইকেট। নিজের তৃতীয় ওভার করতে গিয়ে রশিদ খান, ব‌্যানটন ও গজনাফারকে আউট করেন। সুযোগ ছিল আরো ১টি উইকেট নেওয়ার। কিন্তু ফিল্ডার ক‌্যাচ মিস করায় হয়নি।

 

উঠা-নামা করেছে মোস্তাফিজুরের পারফরম‌্যান্স। ইনিংসের দ্বিতীয় ওভারে বল হাতে পান তিনি। দুই চার হজম করে জনি বেয়ারস্টোর ব‌্যাট থেকে। সব মিলিয়ে দেন ১১ রান। এরপর তাকে ফেরানো হয় ডেথ ওভারে। ১৬তম ওভারে ফিরে ৭ রান দেন। এক ওভার পরই ভয়ংকর হয়ে উঠেন তিনি। মাত্র ১ রান দিয়ে ৩টি গুরুত্বপূর্ণ উইকেট নেন।

এরপর ইনিংসের শেষ ওভার করতে আসেন বাঁহাতি পেসার। প্রথম বলে শেফার্ডের হাতে ৪ ও শেষ বলে ৬ হজম করেন। এর আগে আরেকটি উইকেটের সুযোগ তৈরি করেছিলেন। কিন্তু ফিল্ডারের ভুলে তা হয়নি। সব মিলিয়ে এদিন দুবাইয়ের ফিল্ডাররা ক‌্যাচ ছেড়েছেন ৭টি।

 

এমআই এমিরেটসের স্কোয়াডে ছিলেন সাকিব আল হাসান। কিন্তু তাকে খেলায়নি দলটি।

আগের দিন আইপিএল নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে দল পাওয়া মোস্তাফিজুর আজ কেমন করেন সেদিকে নজর ছিল সবার। খুব একটা খারাপ করেননি। তবে তেমন ভালো বলারও সুযোগ নেই। সামনে কী হয় সেটাই দেখার। আইএল টি-টোয়েন্টিতে ৫ ম্যাচে মোস্তাফিজুরের উইকেট ৯টি।

 

দুবাই ক‌্যাপিটালসের এটি ছয় ম‌্যাচে চতুর্থ পরাজয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

মোস্তাফিজের ১ ওভারে ৩ উইকেট, তবুও ভাগ‌্য পাল্টাল না দুবাইয়ের

প্রকাশিত সময় : ১০:৪৪:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫

বল হাতে মোস্তাফিজুর রহমান আলো ছড়িয়ে যাচ্ছেন ঠিকই। কিন্তু পরাজয়ের বৃত্তে বন্দী তার দল। বুধবার আইএল টি-টোয়েন্টিতে মোস্তাফিজুরের দল দুবাই ক‌্যাপিটালস আরেকটি পরাজয়ের তিক্ত স্বাদ পেয়েছে। এমআই এমিরেটস তাদেরকে হারিয়েছে ৭ রানে।

 

তবে বল হাতে উজ্জ্বল ছিলেন বাংলাদেশের পেস তারকা। ৩৪ রানে ৩ উইকেট নেন তিনি। আগে ব‌্যাটিং করতে নেমে এমআই এমিরেটস ৮ উইকেটে ১৩৭ রান করে। জবাব দিতে নেমে দুবাই ক‌্যাপিটালস ১৩০ রানে গুটিয়ে যায়।

এদিন মোস্তাফিজুর ১ ওভারেই পেয়েছেন ৩ উইকেট। নিজের তৃতীয় ওভার করতে গিয়ে রশিদ খান, ব‌্যানটন ও গজনাফারকে আউট করেন। সুযোগ ছিল আরো ১টি উইকেট নেওয়ার। কিন্তু ফিল্ডার ক‌্যাচ মিস করায় হয়নি।

 

উঠা-নামা করেছে মোস্তাফিজুরের পারফরম‌্যান্স। ইনিংসের দ্বিতীয় ওভারে বল হাতে পান তিনি। দুই চার হজম করে জনি বেয়ারস্টোর ব‌্যাট থেকে। সব মিলিয়ে দেন ১১ রান। এরপর তাকে ফেরানো হয় ডেথ ওভারে। ১৬তম ওভারে ফিরে ৭ রান দেন। এক ওভার পরই ভয়ংকর হয়ে উঠেন তিনি। মাত্র ১ রান দিয়ে ৩টি গুরুত্বপূর্ণ উইকেট নেন।

এরপর ইনিংসের শেষ ওভার করতে আসেন বাঁহাতি পেসার। প্রথম বলে শেফার্ডের হাতে ৪ ও শেষ বলে ৬ হজম করেন। এর আগে আরেকটি উইকেটের সুযোগ তৈরি করেছিলেন। কিন্তু ফিল্ডারের ভুলে তা হয়নি। সব মিলিয়ে এদিন দুবাইয়ের ফিল্ডাররা ক‌্যাচ ছেড়েছেন ৭টি।

 

এমআই এমিরেটসের স্কোয়াডে ছিলেন সাকিব আল হাসান। কিন্তু তাকে খেলায়নি দলটি।

আগের দিন আইপিএল নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে দল পাওয়া মোস্তাফিজুর আজ কেমন করেন সেদিকে নজর ছিল সবার। খুব একটা খারাপ করেননি। তবে তেমন ভালো বলারও সুযোগ নেই। সামনে কী হয় সেটাই দেখার। আইএল টি-টোয়েন্টিতে ৫ ম্যাচে মোস্তাফিজুরের উইকেট ৯টি।

 

দুবাই ক‌্যাপিটালসের এটি ছয় ম‌্যাচে চতুর্থ পরাজয়।