শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় যুবক গুলিবিদ্ধ

ব্রাহ্মণবাড়িয়া শহরের মুন্সেফপাড়া এলাকায় সাগর মিয়া (৩৫) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়েছে। পুলিশের ধারণা, ইভটিজিংয়ের জেরে তার ওপর হামলা হয়ে থাকতে পারে।

বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে ঘটনাটি ঘটে। সাগর শহরের ফুলবাড়িয়া এলাকার আবু সাঈদ মিয়ার ছেলে। তিনি পেশায় গাড়ি চালক।

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‍“মুন্সেফপাড়া এলাকায় স্থানীয় যুবকদের হামলায় সাগর নামে একজন গুলিবিদ্ধ হয়েছেন। প্রাথমিকভাবে ইভটিজিংয়ের জেরেই ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের শনাক্তে কাজ করছে।”

প্রত্যক্ষদর্শীরা জানান, সাগর ওই এলাকায় দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলছিলেন। এ সময় স্থানীয় কয়েকজন এসে তার সঙ্গে বাকবিতণ্ডায় জড়ায়। একপর্যায়ে একজন গুলি চালায় এবং সাগরের পায়ে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় সাগরকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকায় রেফার্ড করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় যুবক গুলিবিদ্ধ

প্রকাশিত সময় : ১০:৫৪:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫

ব্রাহ্মণবাড়িয়া শহরের মুন্সেফপাড়া এলাকায় সাগর মিয়া (৩৫) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়েছে। পুলিশের ধারণা, ইভটিজিংয়ের জেরে তার ওপর হামলা হয়ে থাকতে পারে।

বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে ঘটনাটি ঘটে। সাগর শহরের ফুলবাড়িয়া এলাকার আবু সাঈদ মিয়ার ছেলে। তিনি পেশায় গাড়ি চালক।

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‍“মুন্সেফপাড়া এলাকায় স্থানীয় যুবকদের হামলায় সাগর নামে একজন গুলিবিদ্ধ হয়েছেন। প্রাথমিকভাবে ইভটিজিংয়ের জেরেই ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের শনাক্তে কাজ করছে।”

প্রত্যক্ষদর্শীরা জানান, সাগর ওই এলাকায় দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলছিলেন। এ সময় স্থানীয় কয়েকজন এসে তার সঙ্গে বাকবিতণ্ডায় জড়ায়। একপর্যায়ে একজন গুলি চালায় এবং সাগরের পায়ে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় সাগরকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকায় রেফার্ড করা হয়েছে।