গাজা উপত্যকা থেকে আটক ১২ জন ফিলিস্তিনি বন্দিকে ইসরায়েলি হেফাজত থেকে মুক্তি দেওয়া হয়েছে। বুধবার টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ফিলিস্তিনি বন্দি বিষয়ক মিডিয়া অফিস।
বিবৃতিতে বলা হয়, কেরেম আবু সালেম ক্রসিংয়ে আন্তর্জাতিক রেডক্রস কমিটি (আইসিআরসি) তাদের গ্রহণ করবে।
এদিকে, গাজায় ভুলবশত ছোড়া মর্টার শেলে একজন ফিলিস্তিনি নিহত হয়েছে।
নিহতের কথা স্বীকার করেছে ইসরায়েলি বাহিনী।
তাদের দাবি, ইসরায়েলি সেনাবাহিনী স্বীকার যে একটি মর্টার শেল ছুড়েছিল তা লক্ষ্যভ্রষ্ট হয়ে পড়েছিল।
ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ বুধবার জানায়, ওই শেলিংয়ে অন্তত একজন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আরো কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

আন্তর্জাতিক ডেস্ক / ডেইলি দেশ নিউজ ডটকম 
























