মেহেন্দি’র তালে নাচলেন নোরা ফাতেহি। দেখেছেন নিশ্চয়ই… এটা সত্যিই অপ্রত্যাশিত ছিল। নোরার নৃত্যে শুধু আমি নই, সারা বিশ্ব পাগলপ্রায়। তিনি আমার গানে নেচেছেন, এটা তো আনন্দের।
আসলে গানটির কম্পোজার সঞ্জয় বলিউডে কাজ করেন। তাঁর সঙ্গে বলিউড স্টারদের সম্পর্ক দারুণ। নোরা হয়তো সঞ্জয়ের স্টুডিওতে এসেছিলেন, তখন গানটি শুনেছেন। এমনিতে গানটি ডান্স বিটের।
নোরা নিজেও নৃত্যের মানুষ। গানটি শুনে মনের অজান্তেই নেচেছেন। জানেন তো, মাত্র ১০ দিনে গানটি প্রায় অর্ধকোটি মানুষ ইউটিউবে দেখেছেন!
সোমবার ‘প্রেমের নদী’ প্রকাশিত হয়েছে। কেমন সাড়া পাচ্ছেন?
এই গানটি তো শুটিংয়ের সময়ই ভাইরাল।
অনেক মেয়ে টিকটক করেছে। আমি একটু মন খারাপই করেছিলাম। মূল গান প্রকাশের আগে কেন মানুষের কাছে ডেমোটা গেল! এখন দেখছি ভালোই হয়েছে। কারণ টিকটক দেখে মানুষ ইউটিউবে আসল গানটা খুঁজেছে। ফলে সোমবার গানটি প্রকাশিত হওয়ার পর প্রচুর শেয়ার হয়েছে।
অনেকে মন্তব্যও করেছেন, এবার আসল গানটি পেলাম।
গানটির কম্পোজার আকাশ সেনের সঙ্গে আপনার অনেক হিট গান। কেমিস্ট্রিটা যদি বলতেন…
আকাশ বাংলাদেশে যখন কাজ শুরু করে, তখন থেকেই আমার সঙ্গে পরিচয়। সে সহজ কথায়, সহজ সুরে মানুষের মন জয় করার মতো গান করতে পারে। ওই যে একটা কথা আছে, সহজ কথা যায় না বলা সহজে! আকাশ সেটা পারে। গত কয়েক বছরের সর্বোচ্চ হিট গান ‘দুষ্টু কোকিল’ও তো আকাশের সুর-সংগীতে গেয়েছি। আকাশ সব সময় একটা ভালো গান হলেই আমাকে ফোন করে। ‘প্রেমের নদী’র সময়ও তা-ই হয়েছে। সে ফোন করে বলল, আপু এ রকম একটি গান আছে। একটি মেয়ে গানটিতে পারফরম করবে, সে-ই গানটি প্রোডিউস করবে। আমি দেখলাম, একটা মেয়ে যদি নিজের উদ্যোগে কাজটা করতে চায়, সহযোগিতা করা উচিত। আমিও আকাশকে সম্মতি দিলাম। পারিশ্রমিক বড় বিষয় নয়, গানটি সবাই পছন্দ করেছেন, এটাই আনন্দের।
এই গানটা তো শুটিংয়ের সময়ই ভাইরাল। অনেক মেয়ে টিকটক করেছে। আমি একটু মন খারাপই করেছিলাম। মূল গান প্রকাশের আগে কেন মানুষের কাছে ডেমোটা গেল!
‘মেহেন্দি’ গানটির শুটিংয়ের সময় হাতে মেহেন্দি পরা আপনার কিছু ছবি ভাইরাল হয়েছিল। অনেকে ভেবেছিলেন, আপনি সত্যিই বিয়ে করেছেন…
এটা প্রচারণার অংশ ছিল। আমাকে অনেকে ফোনও দিয়েছিলেন। তাঁদের আগ্রহটা আরো বাড়িয়ে দিয়েছিলাম, বলেছিলাম এখনই কিছু বলব না। সময় হলে জানতে পারবেন। সত্যিই তো! পরে সবাই জানতে পেরেছেন আসল ঘটনা।
আজকে তো আশুলিয়ায় কনসার্ট করার কথা ছিল…
আমি এখন রাস্তায় [গতকাল সন্ধ্যা ৬টা]। আর ১৫ মিনিট লাগবে ভেন্যুতে পৌঁছতে। আমার মিউজিশিয়ানরা আগেই পৌঁছেছে। তারা সাউন্ড চেক করছে। আমি ভিডিও কলে তাদের সঙ্গে কথা বলছি, যোগাযোগ রাখছি।
আজ কোন গানগুলো পরিবেশন করবেন?
অবশ্যই বেশির ভাগ দেশের গান। মহান বিজয় দিবস উপলক্ষেই তো কনসার্ট। এর পাশাপাশি ‘দুষ্টু কোকিল’, ‘প্রেমের নদী’সহ আরো ১০-১২টি গান গাইব।
হঠাৎ সিঙ্গাপুরে গিয়েছিলেন…
সেখানে প্রবাসী বাংলাদেশিরা একটা গেট টুগেদার করেছিল। গান পরিবেশনের জন্যই গিয়েছিলাম। একই দিনে দুটি কনসার্টে অংশ নিয়েছি। মাত্র দুই দিনের সফর ছিল।
ডিসেম্বরে আর কোনো কনসার্ট করবেন?
কালও [আজ] কনসার্ট আছে। রাজশাহীতে একটা ওপেন এয়ার কনসার্টে অংশ নেব। তা ছাড়া ২০, ২১ ও ২৬ ডিসেম্বর কনসার্ট আছে। ৩১ ডিসেম্বর করব কক্সবাজার রামাদাতে। আশা করছি, এর মধ্যে আরো কয়েকটি যোগ হবে।
সম্প্রতি প্লেব্যাক করেছেন?
না। গত মাসে করেছিলাম সর্বশেষ। তবে এর মধ্যে কয়েকটি নাটক ও তথ্যচিত্রের গানে কণ্ঠ দিয়েছি। এখন তো ঈদকেন্দ্রিক ছবি মুক্তি পায়। রোজার ঈদ মার্চের শেষ দিকে। হয়তো জানুয়ারি থেকেই প্লেব্যাক বাড়বে।

বিনোদন ডেস্ক/ডেইলি দেশ নিউজ ডটকম 
























