শরীফ ওসমান হাদির মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে দশটার দিকে এ মিছিল শুরু হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই মিছিল আয়োজন করে।
কয়েকটি হল থেকে মিছিল ভিসি চত্বর হয়ে রাজু ভাস্কর্যের সামনে এসে জড়ো হয়। এসময় তাঁরা ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা; দিল্লি যাদের মামার বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি; আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাব ; এক হাদি লোকান্তরে, লক্ষ হাদি ঘরে ঘরে; বিচার বিচার বিচার, হাদি হত্যার বিচার চাই; সুশিলতার দিন শেষ, বিচার চাই বাংলাদেশ; হাদি ওয়াসিম মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ
এসময় ডাকসুর সমাজ সেবা সম্পাদক এবি জুবায়ের বলেন, আজকে আমরা কথা বলতে আসিনি, আমরা শপথ নিতে এসেছি। হাদি ভাইয়ের অসমাপ্ত কাজ আমাদেরকেই করতে হবে। আমরা সবাই আজ শপথ নিব, আমরা সবাই শপথ নিব, আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাব।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 




















