শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

‘এ দেশে মানুষ মরলে শোকও নিরাপদ থাকে না’

গতকাল রাতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে একদল হামলাকারী দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের অফিসে ভাঙচুর করে আগুন দেয়। এতে প্রথম আলোর চারতলা ভবনটি পুরোপুরি পুড়ে গেছে।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির ওপর হামলার ঘটনায় প্রতিবাদ ও নিন্দা জানানোর কারণে হত্যার হুমকি পাচ্ছেন বলে অভিযোগ করেছেন ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। তবু তিনি নির্ভয় বলে জানিয়েছিলেন। কিন্তু গত রাতে হামলাকারীদের কর্মকাণ্ড দেখে রীতিমতো হতাশ এই অভিনেত্রী।

গতকাল রাতে চমক তার ফেসবুকে একাধিক স্ট্যাটাস দিয়েছেন। একটিতে এ অভিনেত্রী বলেন, “কাল বিশ্ব মিডিয়ায় আলোচনায় আসবে অগ্নিসংযোগ। কিন্তু আসার কথা ছিল হাদির কথা, তার বীরত্বের কথা, খুনের বিচারের কথা।”

বিপ্লব বেদখল হওয়ার কথা জানিয়ে এই অভিনেত্রী বলেন, “এ দেশে মানুষ মরলে শোকও নিরাপদ থাকে না। সবকিছুই ঢেকে ফেলা হয়—আগুনে, ভাংচুরে, রাজনীতিতে। এখানে রক্তের রংও রাজনৈতিক। বরাবরই এখানে বিপ্লব বেদখল হয়। বরাবরই আমরা এখানে অসহায়।”

দ্য ডেইলি স্টারের অফিসে অগ্নিসংযোগের ফলে ৩০ জনের মতো সংবাদকর্মী ছাদে আটকা পড়েছিলেন। ধোঁয়ার মধ্য থেকে সোশ্যাল মিডিয়ায় দেওয়া পোস্টে বাঁচার আকুতি জানান। পরবর্তীতে ফায়ার সার্ভিস তাদের উদ্ধার করেন। একজন সংবাদকর্মীর পোস্টের স্ক্রিনশট পোস্ট করে চমক বলেন, “প্লিজ আপনারা মাসুম মাইরেন না। কেউ যদি পারেন, প্লিজ বাঁচান ভেতরের মানুষগুলোকে। অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে আরেকটা অন্যায় কইরেন না।”

শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে প্রয়াত শরিফ ওসমান হাদির একটি ভিডিও শেয়ার করেন চমক। এর ক্যাপশনে নিজের শঙ্কার কথা প্রকাশ করে এই অভিনেত্রী বলেন, “লোকটা বললো কি আপনারা করলেন কি? হাদি চেয়েছিলেন বুদ্ধিবৃত্তিক যুদ্ধ, মস্তিষ্কের লড়াই, ন্যায়ের লড়াই…। আর আপনারা…? যাইহোক, এত কিছুর মধ্যে হাদি হত্যার বিচারটাই না ধামাচাপা পড়ে যায়, আমি সেই নিয়ে শঙ্কিত!”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

‘এ দেশে মানুষ মরলে শোকও নিরাপদ থাকে না’

প্রকাশিত সময় : ১১:১৬:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫

গতকাল রাতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে একদল হামলাকারী দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের অফিসে ভাঙচুর করে আগুন দেয়। এতে প্রথম আলোর চারতলা ভবনটি পুরোপুরি পুড়ে গেছে।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির ওপর হামলার ঘটনায় প্রতিবাদ ও নিন্দা জানানোর কারণে হত্যার হুমকি পাচ্ছেন বলে অভিযোগ করেছেন ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। তবু তিনি নির্ভয় বলে জানিয়েছিলেন। কিন্তু গত রাতে হামলাকারীদের কর্মকাণ্ড দেখে রীতিমতো হতাশ এই অভিনেত্রী।

গতকাল রাতে চমক তার ফেসবুকে একাধিক স্ট্যাটাস দিয়েছেন। একটিতে এ অভিনেত্রী বলেন, “কাল বিশ্ব মিডিয়ায় আলোচনায় আসবে অগ্নিসংযোগ। কিন্তু আসার কথা ছিল হাদির কথা, তার বীরত্বের কথা, খুনের বিচারের কথা।”

বিপ্লব বেদখল হওয়ার কথা জানিয়ে এই অভিনেত্রী বলেন, “এ দেশে মানুষ মরলে শোকও নিরাপদ থাকে না। সবকিছুই ঢেকে ফেলা হয়—আগুনে, ভাংচুরে, রাজনীতিতে। এখানে রক্তের রংও রাজনৈতিক। বরাবরই এখানে বিপ্লব বেদখল হয়। বরাবরই আমরা এখানে অসহায়।”

দ্য ডেইলি স্টারের অফিসে অগ্নিসংযোগের ফলে ৩০ জনের মতো সংবাদকর্মী ছাদে আটকা পড়েছিলেন। ধোঁয়ার মধ্য থেকে সোশ্যাল মিডিয়ায় দেওয়া পোস্টে বাঁচার আকুতি জানান। পরবর্তীতে ফায়ার সার্ভিস তাদের উদ্ধার করেন। একজন সংবাদকর্মীর পোস্টের স্ক্রিনশট পোস্ট করে চমক বলেন, “প্লিজ আপনারা মাসুম মাইরেন না। কেউ যদি পারেন, প্লিজ বাঁচান ভেতরের মানুষগুলোকে। অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে আরেকটা অন্যায় কইরেন না।”

শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে প্রয়াত শরিফ ওসমান হাদির একটি ভিডিও শেয়ার করেন চমক। এর ক্যাপশনে নিজের শঙ্কার কথা প্রকাশ করে এই অভিনেত্রী বলেন, “লোকটা বললো কি আপনারা করলেন কি? হাদি চেয়েছিলেন বুদ্ধিবৃত্তিক যুদ্ধ, মস্তিষ্কের লড়াই, ন্যায়ের লড়াই…। আর আপনারা…? যাইহোক, এত কিছুর মধ্যে হাদি হত্যার বিচারটাই না ধামাচাপা পড়ে যায়, আমি সেই নিয়ে শঙ্কিত!”