রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মবোক্রেসি নিয়ে কঠোর বার্তা দিলেন সালাহউদ্দিন আহমদ

দেশে ‘মবোক্রেসি’ তৈরি হওয়া সরকারের দুর্বলতারই বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে এ ধরনের পরিস্থিতি কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

রোববার (২১ ডিসেম্বর) রাজধানীর বনানীতে গণমাধ্যমের সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সাম্প্রতিক সময়ে প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলার প্রসঙ্গ টেনে সালাহউদ্দিন আহমদ বলেন, কিছু গণমাধ্যমকে পরিকল্পিতভাবে লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে। এসব ঘটনা পূর্বপরিকল্পিত হলেও প্রয়োজনীয় সতর্কতা নেওয়া হয়নি।

এ সময় কেন এ ধরনের পরিস্থিতির সৃষ্টি হলো-এমন প্রশ্ন তোলেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। তিনি বলেন, ‘দেশে মবোক্রেসি তৈরি হওয়া সরকারের দুর্বলতারই বহিঃপ্রকাশ। এসব ঘটনা কঠোর হাতে দমন করতে হবে। বাংলাদেশে বিশৃঙ্খল জনতার মবোক্রেসি দেখার কোনো ইচ্ছা নেই।’

গণমাধ্যমের ভূমিকা প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, সাংবাদিকদের ব্যক্তিগত আদর্শ ও মতভিন্নতা থাকতে পারে, তবে দেশের স্বার্থে সবাইকে দায়িত্বশীল ও দেশপক্ষের অবস্থান নিতে হবে।

এ সময় তারেক রহমানের প্রত্যাবর্তনের মাধ্যমে গণতন্ত্রের ভিত্তি আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন সালাহউদ্দিন আহমদ। এ ক্ষেত্রে গণমাধ্যমের সহযোগিতাও কামনা করেন তিনি।

দলটির স্থায়ী কমিটির সদস্য বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে বিএনপি সবার সহযোগিতা চায়। কোনো ব্যক্তি বা দলকে সুবিধা দেওয়ার জন্য নয়। অতীতের ভুলগুলো পেছনে ফেলে সামনে এগোতে চাইলেও ফ্যাসিবাদের সময়কাল ভুলে যাওয়ার সুযোগ নেই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

মবোক্রেসি নিয়ে কঠোর বার্তা দিলেন সালাহউদ্দিন আহমদ

প্রকাশিত সময় : ০৭:০৩:১৭ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫

দেশে ‘মবোক্রেসি’ তৈরি হওয়া সরকারের দুর্বলতারই বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে এ ধরনের পরিস্থিতি কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

রোববার (২১ ডিসেম্বর) রাজধানীর বনানীতে গণমাধ্যমের সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সাম্প্রতিক সময়ে প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলার প্রসঙ্গ টেনে সালাহউদ্দিন আহমদ বলেন, কিছু গণমাধ্যমকে পরিকল্পিতভাবে লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে। এসব ঘটনা পূর্বপরিকল্পিত হলেও প্রয়োজনীয় সতর্কতা নেওয়া হয়নি।

এ সময় কেন এ ধরনের পরিস্থিতির সৃষ্টি হলো-এমন প্রশ্ন তোলেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। তিনি বলেন, ‘দেশে মবোক্রেসি তৈরি হওয়া সরকারের দুর্বলতারই বহিঃপ্রকাশ। এসব ঘটনা কঠোর হাতে দমন করতে হবে। বাংলাদেশে বিশৃঙ্খল জনতার মবোক্রেসি দেখার কোনো ইচ্ছা নেই।’

গণমাধ্যমের ভূমিকা প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, সাংবাদিকদের ব্যক্তিগত আদর্শ ও মতভিন্নতা থাকতে পারে, তবে দেশের স্বার্থে সবাইকে দায়িত্বশীল ও দেশপক্ষের অবস্থান নিতে হবে।

এ সময় তারেক রহমানের প্রত্যাবর্তনের মাধ্যমে গণতন্ত্রের ভিত্তি আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন সালাহউদ্দিন আহমদ। এ ক্ষেত্রে গণমাধ্যমের সহযোগিতাও কামনা করেন তিনি।

দলটির স্থায়ী কমিটির সদস্য বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে বিএনপি সবার সহযোগিতা চায়। কোনো ব্যক্তি বা দলকে সুবিধা দেওয়ার জন্য নয়। অতীতের ভুলগুলো পেছনে ফেলে সামনে এগোতে চাইলেও ফ্যাসিবাদের সময়কাল ভুলে যাওয়ার সুযোগ নেই।