পঞ্চগড়ে মঙ্গলবারের (২৩ ডিসেম্বর) তুলনায় বুধবার (২৪ ডিসেম্বর) তাপমাত্রা ১ ডিগ্রি সেলসিয়াস কমেছে।
বুধবার পঞ্চগড়ের তেতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সকাল ৯টায় ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এদিন সকাল ৬টায় তাপমাত্রা ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। এদিকে গত এক সপ্তাহ ধরে পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে।
মঙ্গলবার কুয়াশার কারণে সারাদিন সূর্যের মুখ দেখা যায়নি। বিকেল ৩টার দিকে সূর্য উকি দিল বেশিক্ষণ স্থায়ী ছিলো না এবং উত্তাপ ছড়াতে পারেনি।
বুধবার স্মরণকালের কুয়াশা পড়েছে পঞ্চগড়ে। সাদা ঘন কুয়াশায় আচ্ছন্ন ছিল সমগ্র জনপথ। সকাল ১০টা পর্যন্ত কুয়াশায় ঢাকা ছিলো সমগ্র জেলা। কুয়াশার সঙ্গে উত্তরের হিমশীতল বাতাস শীতের তীব্রতা বাড়িয়ে দিয়েছে। পৌষের শীতে কাবু হয়ে পড়েছে মানুষজন। তবে দুপুরের পর সূর্য দেখা দিলে রোদের তেজ পঞ্চগড়বাসীকে রাতের দুর্ভোগ কিছুটা লাঘব করছে। এক কথায় পঞ্চগড়ে এখন পর্যন্ত এই জেলার মানুষ তীব্র শীতের কবলে পড়েছে।
এদিকে আগামী জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহ বেড়ে যেতে পারে বলে মনে করছেন পঞ্চগড়ের তেতুলিয়া আবহাওয়া অফিস।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 

























