রাজশাহীতে উপজেলা শিক্ষা অফিস থেকে মাধ্যমিক স্তরের পাঠ্যবই স্কুল পর্যায়ে পৌঁছানো শুরু হয়েছে। বুধবার গোদাগাড়ীসহ জেলার বেশ কয়েকটি উপজেলার শিক্ষা অফিস থেকে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা নিজ নিজ স্কুলের জন্য বই সংগ্রহ করে নিয়ে যান।
উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, প্রথম ধাপে ষষ্ঠ শ্রেণীর সম্পূর্ণ বই এবং নবম শ্রেণীর কিছু বই সরবরাহ করা হয়েছে। তবে সপ্তম ও অষ্টম শ্রেণীর বই উপজেলা পর্যায়ে এখনো না পৌঁছানোয় ওই শ্রেণীর বই বিতরণ শুরু করা যায়নি। শিক্ষা অফিস জানিয়েছে, আগামী সপ্তাহে অবশিষ্ট বইগুলো উপজেলা শিক্ষা অফিসে পৌঁছানোর কথা রয়েছে। বই পৌঁছানো মাত্রই তা স্কুলগুলোতে সরবরাহ করা হবে।
বই সংগ্রহ করতে আসা শিক্ষকরা জানান, গত বছর নতুন শিক্ষাবর্ষ শুরুর তিন থেকে চার মাস পর শিক্ষার্থীরা পুরোপুরি বই হাতে পেয়েছিল। এতে পাঠদান কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়। এ বছর তারা শিক্ষাবর্ষের শুরুতেই সম্পূর্ণ পাঠ্যবই শিক্ষার্থীদের হাতে পৌঁছানোর প্রত্যাশা করছেন।
জেলা শিক্ষা অফিসার জায়েদুর রহমান বলেন, “আমরা আশা করছি শিক্ষার্থীরা বছরের শুরুতেই পাঠ্যবই পাবে। তবে বই উৎসবের মাধ্যমে বিতরণ করা হবে কি না এ বিষয়ে এখনো কোনো নির্দেশনা পাওয়া যায়নি।”
রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, জেলায় ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত পাঠ্যবইয়ের মোট চাহিদা প্রায় ২২ লাখ ৭ হাজার কপি। এর বিপরীতে প্রথম ধাপে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বই সরবরাহ শুরু হয়েছে। নতুন শিক্ষাবর্ষ শুরুর আগেই শিক্ষার্থীরা সম্পূর্ণ বই হাতে পাবে বলে আশা করছে শিক্ষা বিভাগ।

রায়হান রোহানঃ 























