ঘন কুয়াশার কারণে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের সিরাজদিখানে নিয়ন্ত্রণ হারিয়ে ৪ গাড়ির সংঘর্ষের ঘটনা ঘটে।
বুধবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে মহাসড়কের কুচিয়ামোড়া কলেজ গেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, এদিন সকালে ৩টি যাত্রীবাহী বাস ও ১টি কাভার্ডভ্যানের সংঘর্ষ হয়।
এসময় বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে হাঁসাড়া হাইওয়ে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুচিয়ামোড়া এলাকায় ঘন কুয়াশার কারণে সামনের ১টি কাভার্ডভ্যানকে পেছন দিক থেকে পরপর ৩টি বাস ধাক্কা দেয়। খবর পেয়ে হাঁসাড়া হাইওয়ে পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন। দুর্ঘটনার পর প্রায় ১৫ মিনিট এক্সপ্রেসওয়েতে যান চলাচল ব্যাহত হলেও পুলিশ দ্রুত ক্ষতিগ্রস্ত যানবাহন সরিয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
হাঁসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম মাহমুদুল হক বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, ‘কুয়াশার মধ্যে যানবাহনের বেপরোয়া গতি ও চালকদের সতর্কতার অভাবই এই দুর্ঘটনার প্রধান কারণ। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।’
এদিকে দুর্ঘটনা এড়াতে কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় চালকদের অধিক সতর্কতা অবলম্বন এবং গতি কমিয়ে গাড়ি চালানোর পরামর্শ দিয়েছে হাইওয়ে পুলিশ।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 






















