দীর্ঘ ১৭ বছর পর দেশের উদ্দেশে লন্ডনের বাসা থেকে রওনা দিয়ে হিথ্রো বিমানবন্দরে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার (২৪ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ৮টায় তিনি লন্ডনের বাসা থেকে হিথ্রো বিমানবন্দরে রওনা হয়েছেন। তার সঙ্গে সফরসঙ্গী হিসেবে থাকছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান
আগামীকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৫০ মিনিটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন বলে জানা গেছে। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানাবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা।
এরপর সড়কপথে রাজধানীর তিনশো ফিটের সংবর্ধনাস্থলে যাবেন তারেক রহমান। সেখানে বক্তব্য দেওয়ার পর যাবেন এভারকেয়ার হাসপাতালে। এই হাসপাতালে বিএনপি চেয়ারপারসন এবং তারেক রহমানের মা খালেদা জিয়ার চিকিৎসা চলছে।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 





















