খ্রিষ্টধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিনের আবহে নিজেকে নতুনভাবে মেলে ধরলেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ছড়িয়ে দিলেন মুগ্ধতা ও সম্প্রীতির বার্তা। জানালেন ভালোবাসা ও শুভেচ্ছা।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিশ্বজুড়ে উদযাপিত হচ্ছে বড়দিনের মহোৎসব। এর আগের বুধবার (২৪ ডিসেম্বর) একগুচ্ছ ছবি প্রকাশ করেছেন মেহজাবীন। ছবিগুলোতে তাকে দেখা যায়, বড়দিনের উৎসবমুখর সাজে। অভিনেত্রীর পরনে ছিল বড়দিনের চিরচেনা লাল রঙের সোয়েটার। মাথায় সবুজ রঙের ক্রিসমাস হ্যাট।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া ছবিতে দেখা যায়, আলোকসজ্জায় মোড়ানো ক্রিসমাস ট্রির পাশে দাঁড়িয়ে নানা ভঙ্গিতে পোজ দিচ্ছেন মেহজাবীন। মিষ্টি হাসিতে বেশ প্রাণবন্ত দেখা যায় তাকে। উৎসবের এই আমেজে তার মায়াবী হাসি মন ছুঁয়ে যায় ভক্ত-অনুরাগীদের।
বড়দিনের শুভেচ্ছা জানিয়ে ছবির ক্যাপশনে মেহজাবীন লিখেছেন— বড়দিন উদযাপনকারী বন্ধুদের প্রতি ভালোবাসা ও শুভকামনা পাঠাচ্ছি।
মেহজাবীনের এ শুভেচ্ছাবার্তাকে ধর্মীয় সম্প্রীতির সুন্দর উদাহরণ হিসেবে দেখছেন তার ভক্তরা। পোস্ট দেওয়ার কয়েক মিনিটের মধ্যে হাজার হাজার ভক্ত-অনুরাগী তার ছবির কমান্ডবক্সে প্রতিক্রিয়া জানিয়েছেন।

বিনোদন ডেস্ক/ডেইলি দেশ নিউজ ডটকম 

























