শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ডিজে পার্টিতে ৩ বন্ধু দগ্ধ, আশঙ্কাজনক ১

জামালপুরের সরিষাবাড়ীতে ডিজে পার্টির আয়োজনের সময় খিচুড়ি রান্না করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে ৩ বন্ধু গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি পোগলদিঘা হাই স্কুল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী এবং আহত শরিফুল ইসলাম সূত্রে গেছে, শীতের রাতে আনন্দ উৎসব ও ডিজে পার্টির আয়োজন করে স্থানীয় কয়েকজন বন্ধু। এ উপলক্ষ্যে বন্ধুমহল একত্র হয়ে খিচুড়ি রান্নার প্রস্তুতি নেন। রান্নার সময় লাকড়িতে আগুন ঠিকমতো না ধরায় কারণে দ্রুত আগুন জ্বালানোর জন্য লাকড়ির ওপর থিনার ছিটিয়ে দেওয়া হয়। ফলে মুহূর্তের মধ্যে আগুন দাউ দাউ করে ছড়িয়ে পড়ে। ওই আগুনের লেলিহান শিখায় ৩ জনের শরীরে আগুন ধরে যায়। তাদেরকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন আহতের পরিবার পরিজন ও বন্ধুরা।

দগ্ধরা হলেন সরিষাবাড়ী উপজেলার পোগলদীঘা ইউনিয়নের তারাকান্দি গ্রামের রুবেল মিয়ার ছেলে পারভেজ আহমেদ (১৮), রফিকুল ইসলামের ছেলে শরিফুল ইসলাম (২৫) এবং কান্দারপাড়া গ্রামের ইমান আলীর ছেলে শিহাব উদ্দিন (১৯)।

তিন বন্ধুর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠিয়েছে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার মাসুদুর রহমান শাওন জানান, অগ্নিদগ্ধ অবস্থায় তিন যুবককে হাসপাতালে আনা হয়। এদের মধ্যে পারভেজ আহমেদের শরীরের একাধিক অংশ দগ্ধ হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। অপর দুইজনকে চিকিৎসা দিয়ে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

ডিজে পার্টিতে ৩ বন্ধু দগ্ধ, আশঙ্কাজনক ১

প্রকাশিত সময় : ১১:৪১:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫

জামালপুরের সরিষাবাড়ীতে ডিজে পার্টির আয়োজনের সময় খিচুড়ি রান্না করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে ৩ বন্ধু গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি পোগলদিঘা হাই স্কুল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী এবং আহত শরিফুল ইসলাম সূত্রে গেছে, শীতের রাতে আনন্দ উৎসব ও ডিজে পার্টির আয়োজন করে স্থানীয় কয়েকজন বন্ধু। এ উপলক্ষ্যে বন্ধুমহল একত্র হয়ে খিচুড়ি রান্নার প্রস্তুতি নেন। রান্নার সময় লাকড়িতে আগুন ঠিকমতো না ধরায় কারণে দ্রুত আগুন জ্বালানোর জন্য লাকড়ির ওপর থিনার ছিটিয়ে দেওয়া হয়। ফলে মুহূর্তের মধ্যে আগুন দাউ দাউ করে ছড়িয়ে পড়ে। ওই আগুনের লেলিহান শিখায় ৩ জনের শরীরে আগুন ধরে যায়। তাদেরকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন আহতের পরিবার পরিজন ও বন্ধুরা।

দগ্ধরা হলেন সরিষাবাড়ী উপজেলার পোগলদীঘা ইউনিয়নের তারাকান্দি গ্রামের রুবেল মিয়ার ছেলে পারভেজ আহমেদ (১৮), রফিকুল ইসলামের ছেলে শরিফুল ইসলাম (২৫) এবং কান্দারপাড়া গ্রামের ইমান আলীর ছেলে শিহাব উদ্দিন (১৯)।

তিন বন্ধুর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠিয়েছে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার মাসুদুর রহমান শাওন জানান, অগ্নিদগ্ধ অবস্থায় তিন যুবককে হাসপাতালে আনা হয়। এদের মধ্যে পারভেজ আহমেদের শরীরের একাধিক অংশ দগ্ধ হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। অপর দুইজনকে চিকিৎসা দিয়ে পর্যবেক্ষণে রাখা হয়েছে।