ঢাকার পূর্বাচল ও বিমানবন্দর সংলগ্ন এলাকায় শুক্রবার (২৬ ডিসেম্বর) থেকে শুরু হয়েছে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম। বিএনপি এই উদ্যোগে স্বেচ্ছাসেবীদের মাধ্যমে জমে থাকা বর্জ্য-আবর্জনা অপসারণ করবে।
ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে সকাল থেকে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কার্যক্রম চলবে।
দলের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়েছে, বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত সাড়ে ১০টায় বিষয়টি ঘোষণা করা হয়।
বিএনপি জানিয়েছে, গত বৃহস্পতিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফিরে আসার সময় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পূর্বাচলের ৩০০ ফুট এলাকায় যাওয়ার পথে লাখো নেতাকর্মী রাস্তার দুপাশে তাকে স্বাগত জানান। বিমানবন্দর থেকে সংবর্ধনা মঞ্চ পর্যন্ত প্রায় সাড়ে ৬ কিলোমিটারের পথজুড়ে হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করা গেছে। পরে পূর্বাচলে আয়োজিত গণসংবর্ধনায় তারেক রহমান বক্তব্য দেন।
দলের ফেসবুক পোস্টে বলা হয়েছে, এই অভূতপূর্ব জনসমাবেশে এক্সপ্রেসওয়ে ও বিমানবন্দর এলাকায় যে পরিমাণ বর্জ্য তৈরি হয়েছে, তা জনস্বার্থ বিবেচনায় দ্রুত অপসারণ করা প্রয়োজন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিনও বিষয়টি নিশ্চিত করে তার ফেসবুক পেজে লিখেছেন, ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে, এয়ারপোর্ট রোড ও সংলগ্ন এলাকায় সৃষ্ট সব বর্জ্য-আবর্জনা জনস্বার্থ বিবেচনায় অপসারণে বিএনপির পরিচ্ছন্নতা কার্যক্রম শুক্রবার সকাল থেকে শুরু হবে।
মাহদী আমিন এই উদ্যোগে অংশ নেওয়া নেতাকর্মী, সমর্থক ও স্বেচ্ছাসেবীদের অগ্রিম ধন্যবাদ জানিয়েছেন এবং বৃহস্পতিবারের গণজোয়ারে অংশ নেওয়া সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

রিপোর্টারের নাম 
























