শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ডানা মেলতে চান হাসান

বিপিএল শুরু হতে খুব বেশি দেরি নেই। আগামী ২৬ ডিসেম্বর থেকে চায়ের শহরে শুরু হবে ব্যাট-বলের লড়াই। ছয় দলের এই টুর্নামেন্টে এবার নোয়াখালী এক্সপ্রেস দলে খেলবেন পেসার হাসান মাহমুদ। বিপিএলে প্রথমবার অংশ নেওয়া এই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলতে পেরে রোমাঞ্চিত লক্ষ্মীপুর থেকে উঠে আসা ২৬ বছর বয়সী ডানহাতি পেসার। গতকাল অনুশীলন শেষে তিনি বলেন, ‘লক্ষ্মীপুরবাসীদের মধ্যে যারা নোয়াখালীর সঙ্গে সম্পর্কিত, তারা খুবই আনন্দিত। এখন শক্তি আরও বেড়েছে। আমার কাছে খুবই ভালো লাগছে। বিপিএলে দল করার এমন একটা উদ্যোগ নিয়েছে নোয়াখালী। সুযোগ পেয়ে খুবই খুশি আমি।’

বিপিএলে নিজেকে মেলে ধরার লক্ষ্য হাসানের। তিনি বলেন, ‘আমাদের স্থানীয় ক্রিকেটাররা খুবই অভিজ্ঞ। অঙ্কন, জাকের আছে। তারপর আমাদের সাব্বির ভাই, অপু ভাইয়ের পাশাপাশি আরও তরুণ ক্রিকেটার আছে। তারা বেশ অভিজ্ঞ। গত কয়েক বছর ধরে বিপিএল খেলছে। নিজেকে প্রমাণ করার জন্য এটা ভালো মঞ্চ। নিজেকে ভালো একটা জায়গায় নেওয়ার চেষ্টা করছি বিপিএলে। অবশ্যই আমার বিশ্বকাপে খেলার জন্য জায়গা হবে ইনশাল্লাহ।’ সামাজিক মাধ্যমে গত কয়েক বছর ধরেই একটা ট্রেন্ডে পরিণত হয়েছে ‘নোয়াখালী বিভাগ চাই’ প্রসঙ্গ। হাসানও সেই সুরে সুর মিলিয়ে বলেন, ‘নোয়াখালী বিভাগ হলে খুব ভালো হবে।’

বিপিএল সামনে রেখে অনুশীলন করছে রংপুর রাইডার্সও। দলটিতে যোগ দিয়েছেন প্রধান কোচ মিকি আর্থার। গতকাল তারা রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ম্যাচ খেলেছে। আসন্ন টুর্নামেন্টে ভালো করার প্রত্যাশা ব্যক্ত করে মিকি আর্থার বলেছেন, ‘আপনি সব সময়ই চাইবেন প্রথম থেকে প্রতিটি ম্যাচে জয় পেতে। গত বছর আমরা প্রথম আটটি ম্যাচে অপরাজিত ছিলাম, কিন্তু এরপর আর কোনো ম্যাচে জিততে পারিনি। এ বছর অবশ্যই এমন কিছু চাই না। ম্যানেজমেন্ট হিসেবে আমরা বসে আলোচনা করব যে গতবার কেন এমনটা হয়েছিল এবং এবার যেন তার পুনরাবৃত্তি না হয়।’

বসুন্ধরা স্পোর্টস সিটিতে অনুষ্ঠিত ম্যাচে নুরুল হাসান সোহানের রংপুর রাইডার্সকে ৫ উইকেটে হারিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে ৫ উইকেটে ১৩৬ রান তোলে রংপুর। ইফতিখার ৫৮, হৃদয় ২৬, মৃত্যুঞ্জয় ২১, সোহান ১০ রান করেন। রাজশাহীর হয়ে রিপন ও সাকলাইন ২টি করে উইকেট নেন। জবাবে ১৮.১ ওভারে ৫ উইকেট হারিয়ে জয় তুলে নেয় রাজশাহী। রংপুরকে হারিয়ে বিপিএলের প্রস্তুতি বেশ ভালোভাবেই সারল পদ্মাপারের দলটি। ১৩৭ রানের জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে স্কোরকার্ডে ৪৪ রান জমা করেন তানজিদ ও জিসান। রাজশাহীর হয়ে সর্বোচ্চ ৩২ বলে ৩৪ রান করেন নাজমুল হোসেন শান্ত।

এ ছাড়া তানজিদ তামিম ২২ বলে ৩১ এবং আকবর আলী ২১ বলে ২৫ রান করেন। রংপুরের হয়ে আব্দুল হালিম। মাত্র ৭ রান খরচায় ২ উইকেট নেন। নাহিদ রানা ৪ ওভারে ২৭ রান দিয়ে শিকার করেন ১টি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

ডানা মেলতে চান হাসান

প্রকাশিত সময় : ০২:৪০:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫

বিপিএল শুরু হতে খুব বেশি দেরি নেই। আগামী ২৬ ডিসেম্বর থেকে চায়ের শহরে শুরু হবে ব্যাট-বলের লড়াই। ছয় দলের এই টুর্নামেন্টে এবার নোয়াখালী এক্সপ্রেস দলে খেলবেন পেসার হাসান মাহমুদ। বিপিএলে প্রথমবার অংশ নেওয়া এই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলতে পেরে রোমাঞ্চিত লক্ষ্মীপুর থেকে উঠে আসা ২৬ বছর বয়সী ডানহাতি পেসার। গতকাল অনুশীলন শেষে তিনি বলেন, ‘লক্ষ্মীপুরবাসীদের মধ্যে যারা নোয়াখালীর সঙ্গে সম্পর্কিত, তারা খুবই আনন্দিত। এখন শক্তি আরও বেড়েছে। আমার কাছে খুবই ভালো লাগছে। বিপিএলে দল করার এমন একটা উদ্যোগ নিয়েছে নোয়াখালী। সুযোগ পেয়ে খুবই খুশি আমি।’

বিপিএলে নিজেকে মেলে ধরার লক্ষ্য হাসানের। তিনি বলেন, ‘আমাদের স্থানীয় ক্রিকেটাররা খুবই অভিজ্ঞ। অঙ্কন, জাকের আছে। তারপর আমাদের সাব্বির ভাই, অপু ভাইয়ের পাশাপাশি আরও তরুণ ক্রিকেটার আছে। তারা বেশ অভিজ্ঞ। গত কয়েক বছর ধরে বিপিএল খেলছে। নিজেকে প্রমাণ করার জন্য এটা ভালো মঞ্চ। নিজেকে ভালো একটা জায়গায় নেওয়ার চেষ্টা করছি বিপিএলে। অবশ্যই আমার বিশ্বকাপে খেলার জন্য জায়গা হবে ইনশাল্লাহ।’ সামাজিক মাধ্যমে গত কয়েক বছর ধরেই একটা ট্রেন্ডে পরিণত হয়েছে ‘নোয়াখালী বিভাগ চাই’ প্রসঙ্গ। হাসানও সেই সুরে সুর মিলিয়ে বলেন, ‘নোয়াখালী বিভাগ হলে খুব ভালো হবে।’

বিপিএল সামনে রেখে অনুশীলন করছে রংপুর রাইডার্সও। দলটিতে যোগ দিয়েছেন প্রধান কোচ মিকি আর্থার। গতকাল তারা রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ম্যাচ খেলেছে। আসন্ন টুর্নামেন্টে ভালো করার প্রত্যাশা ব্যক্ত করে মিকি আর্থার বলেছেন, ‘আপনি সব সময়ই চাইবেন প্রথম থেকে প্রতিটি ম্যাচে জয় পেতে। গত বছর আমরা প্রথম আটটি ম্যাচে অপরাজিত ছিলাম, কিন্তু এরপর আর কোনো ম্যাচে জিততে পারিনি। এ বছর অবশ্যই এমন কিছু চাই না। ম্যানেজমেন্ট হিসেবে আমরা বসে আলোচনা করব যে গতবার কেন এমনটা হয়েছিল এবং এবার যেন তার পুনরাবৃত্তি না হয়।’

বসুন্ধরা স্পোর্টস সিটিতে অনুষ্ঠিত ম্যাচে নুরুল হাসান সোহানের রংপুর রাইডার্সকে ৫ উইকেটে হারিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে ৫ উইকেটে ১৩৬ রান তোলে রংপুর। ইফতিখার ৫৮, হৃদয় ২৬, মৃত্যুঞ্জয় ২১, সোহান ১০ রান করেন। রাজশাহীর হয়ে রিপন ও সাকলাইন ২টি করে উইকেট নেন। জবাবে ১৮.১ ওভারে ৫ উইকেট হারিয়ে জয় তুলে নেয় রাজশাহী। রংপুরকে হারিয়ে বিপিএলের প্রস্তুতি বেশ ভালোভাবেই সারল পদ্মাপারের দলটি। ১৩৭ রানের জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে স্কোরকার্ডে ৪৪ রান জমা করেন তানজিদ ও জিসান। রাজশাহীর হয়ে সর্বোচ্চ ৩২ বলে ৩৪ রান করেন নাজমুল হোসেন শান্ত।

এ ছাড়া তানজিদ তামিম ২২ বলে ৩১ এবং আকবর আলী ২১ বলে ২৫ রান করেন। রংপুরের হয়ে আব্দুল হালিম। মাত্র ৭ রান খরচায় ২ উইকেট নেন। নাহিদ রানা ৪ ওভারে ২৭ রান দিয়ে শিকার করেন ১টি।