রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপিতে যোগ দিচ্ছেন গণঅধিকারের রাশেদ খান

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করবেন রাশেদ খান। তিনি বিএনপিতে যোগ দিয়ে আসন্ন নির্বাচনে ধানের শীষের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে এক অডিও বার্তার মাধ্যমে এ তথ্য জানান গণঅধিকারের সভাপতি নুরুল হক নুর। তবে দলের সভাপতি নুর দলীয় প্রতীক ট্রাক মার্কায় নির্বাচন করবেন বলে জানিয়েছেন গণঅধিকারের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ।

নুর বলেন, ‘ফ্যাসিবাদের উত্তাল সময়ে বিএনপি গণঅধিকার পরিষদসহ প্রায় ৪২টি রাজনৈতিক দল ও জোট আমরা ফ্যাসিবাদ পতনে এক দফার দাবিতে যুগপৎ আন্দোলন করেছিলাম। সেই সময় থেকেই আমাদের আলাপ-আলোচনা হয়েছে, দেশকে নতুনভাবে গড়ে তোলার লক্ষ্যে আমরা সংস্কার বাস্তবায়ন করব। সেই লক্ষ্যে আমরা একসঙ্গে নির্বাচন ও আগামীতে জাতীয় সরকার করব। যেহেতু আন্দোলনটি কার্যত বিএনপির নেতৃত্বেই হয়েছে, বিএনপির সামগ্রিক সমন্বয়ের মাধ্যমেই হয়েছে। সেই ক্ষেত্রে বিএনপি নেতৃত্ব দিয়েছে।’

নুর আরও বলেন, ‘আমরা রাশেদ খানকে নির্বাচনে জয়লাভের কৌশলের অংশ হিসেবে ধানের শীষে নির্বাচন করার অনুমতি দিয়েছি। সে গণঅধিকার পরিষদের পদ ত্যাগ করে বিএনপির সদস্যপদ নিয়ে নির্বাচন করবে। আমরা খুব দ্রুত একজনকে ভারপ্রাপ্ত দায়িত্ব দেব।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

বিএনপিতে যোগ দিচ্ছেন গণঅধিকারের রাশেদ খান

প্রকাশিত সময় : ১২:২৯:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করবেন রাশেদ খান। তিনি বিএনপিতে যোগ দিয়ে আসন্ন নির্বাচনে ধানের শীষের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে এক অডিও বার্তার মাধ্যমে এ তথ্য জানান গণঅধিকারের সভাপতি নুরুল হক নুর। তবে দলের সভাপতি নুর দলীয় প্রতীক ট্রাক মার্কায় নির্বাচন করবেন বলে জানিয়েছেন গণঅধিকারের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ।

নুর বলেন, ‘ফ্যাসিবাদের উত্তাল সময়ে বিএনপি গণঅধিকার পরিষদসহ প্রায় ৪২টি রাজনৈতিক দল ও জোট আমরা ফ্যাসিবাদ পতনে এক দফার দাবিতে যুগপৎ আন্দোলন করেছিলাম। সেই সময় থেকেই আমাদের আলাপ-আলোচনা হয়েছে, দেশকে নতুনভাবে গড়ে তোলার লক্ষ্যে আমরা সংস্কার বাস্তবায়ন করব। সেই লক্ষ্যে আমরা একসঙ্গে নির্বাচন ও আগামীতে জাতীয় সরকার করব। যেহেতু আন্দোলনটি কার্যত বিএনপির নেতৃত্বেই হয়েছে, বিএনপির সামগ্রিক সমন্বয়ের মাধ্যমেই হয়েছে। সেই ক্ষেত্রে বিএনপি নেতৃত্ব দিয়েছে।’

নুর আরও বলেন, ‘আমরা রাশেদ খানকে নির্বাচনে জয়লাভের কৌশলের অংশ হিসেবে ধানের শীষে নির্বাচন করার অনুমতি দিয়েছি। সে গণঅধিকার পরিষদের পদ ত্যাগ করে বিএনপির সদস্যপদ নিয়ে নির্বাচন করবে। আমরা খুব দ্রুত একজনকে ভারপ্রাপ্ত দায়িত্ব দেব।’