বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটুক্তির অভিযোগে শহিদুল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। সেই শহিদুল ইসলামের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে বিবৃতি দিয়েছে বিএনপি।
শনিবার রাতে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শনিবার ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদি এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর জিয়ারত করেন। এ সময় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটুক্তির অভিযোগে পুলিশ এ কে এম শহিদুল ইসলাম নামের এক ব্যক্তিকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে। আদালত তাকে কারাগারে প্রেরণ করে। অবিলম্বে শহিদুল ইসলামকে নি:শর্ত মুক্তি দিয়ে মানুষের গণতান্ত্রিক অধিকারকে সম্মান দেওয়ার জন্য অনুরোধ করছি।
বিবৃতিতে আরো বলা হয়, বিএনপি মনে করে একটি গণতান্ত্রিক দেশে যেকোন ব্যক্তির মত প্রকাশের স্বাধীনতা রয়েছে। আর এজন্য বিএনপি গণতন্ত্র তথা মানুষের বাক-ব্যক্তি স্বাধীনতার জন্য সংগ্রাম করে আসছে। বিএনপি এটাও বিশ্বাস করে যে, মত প্রকাশের স্বাধীনতা একটা মৌলিক মানবাধিকার ও নাগরিক অধিকার, যা ব্যক্তিকে নির্ভয়ে নিজের চিন্তা, মতামত ও বিশ্বাস প্রকাশ করার স্বাধীনতা দেয়। সুতরাং বিএনপি মনে করে, নিজের মত প্রকাশের কারণে এ কে এম শহিদুল ইসলামকে গ্রেপ্তার ও কারাগারে প্রেরণ সঠিক হয়নি।
বিএনপি সূত্র জানায়, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শনিবার যখন শহীদ ওসমান হাদীর কবর জিয়ারত করতে গিয়েছিলেন, তখন শহিদুল ইসলাম নামে এক ব্যক্তি অনেক দূর থেকেই ওনাকে গালাগালি করছিলেন। বিষয়টি উনার নজরে না আসলেও পুলিশের নজরে আসে এবং পুলিশ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে।
এই ঘটনা তারেক রহমান জানতে পারেন এবং সাথে সাথেই তিনি শহিদুল ইসলামকে ছাড়ানোর জন্য ব্যবস্থা নিতে বলেন। এরপর পরপরই এ বিষয়ে বিএনপি থেকে বিবৃতি দেওয়া হয়েছে। এবং বিবৃতিতে অবিলম্বে এ কে এম শহিদুল ইসলামকে নি:শর্ত মুক্তি দিয়ে মানুষের গণতান্ত্রিক অধিকারকে সম্মান দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 



















