রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

অভিনয় ছেড়ে ধর্মের পথে লুবাবা

প্রয়াত অভিনেতা আব্দুল কাদেরের (দাদা) অনুপ্রেরণায় ছোট বয়সেই ক্যামেরার সামনে দাঁড়ায় শিশুশিল্পী সিমরিন লুবাবা। মূলত, সংস্কৃতিমনা পরিবারেই ওর জন্ম। আর নিয়মিতই কাজ করে যাচ্ছিল অভিনয় ও মডেলিংয়ে।

তবে অনেকদিন ধরেই শোবিজে নেই লুবাবা। জানা গেছে, মিডিয়া ছেড়ে দিয়েছে লুবাবা। এছাড়াও আর কখনো মুখ দেখাবে না, ইতিমধ্যে নেকাবে মুখ ঢেকেছে এই শিশুশিল্পী। তবে সামাজিক মাধ্যমে কিছু প্রচারণার কাজ করলেও সেটাও নেকাবের সঙ্গেই করবে বলে গণমাধ্যমকে জানিয়েছেন লুবাবার মা জাহিদা ইসলাম জেমি।

আজ শনিবার দুপুরে গণমাধ্যমকে জেমি বলেন, ‘লুবাবার নিজেরই উপলব্ধি হয়েছে সেই আর মিডিয়ায় কাজ করবে না। মুখ দেখাবে না, তাই নেকাব পরা শুরু করেছে। এ অবস্থায় তো মিডিয়ায় কাজ করা যায় না। লুবাবা ধর্মীয় বই পড়ে পড়ে নিজে নিজে মনে করেছে সে জীবনধারায় পরিবর্তন আনবে। তাই এই সিদ্ধান্ত নিয়েছে।’

জেমি আরও বলেন, ‘লুবাবা এরইমধ্যে কোরআন খতম দিয়েছে। বিভিন্ন ধরনের ধর্মীয় গ্রন্থ পড়ে, হাদিস পড়ে। এসব পড়াশোনা করেই তার মধ্যে এই পরিবর্তন আসে। আগামী রমজানে সে ওমরাহ হজ পালন করতে মক্কায় যাবে, এমন পরিকল্পনা রয়েছে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

অভিনয় ছেড়ে ধর্মের পথে লুবাবা

প্রকাশিত সময় : ১১:৪১:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫

প্রয়াত অভিনেতা আব্দুল কাদেরের (দাদা) অনুপ্রেরণায় ছোট বয়সেই ক্যামেরার সামনে দাঁড়ায় শিশুশিল্পী সিমরিন লুবাবা। মূলত, সংস্কৃতিমনা পরিবারেই ওর জন্ম। আর নিয়মিতই কাজ করে যাচ্ছিল অভিনয় ও মডেলিংয়ে।

তবে অনেকদিন ধরেই শোবিজে নেই লুবাবা। জানা গেছে, মিডিয়া ছেড়ে দিয়েছে লুবাবা। এছাড়াও আর কখনো মুখ দেখাবে না, ইতিমধ্যে নেকাবে মুখ ঢেকেছে এই শিশুশিল্পী। তবে সামাজিক মাধ্যমে কিছু প্রচারণার কাজ করলেও সেটাও নেকাবের সঙ্গেই করবে বলে গণমাধ্যমকে জানিয়েছেন লুবাবার মা জাহিদা ইসলাম জেমি।

আজ শনিবার দুপুরে গণমাধ্যমকে জেমি বলেন, ‘লুবাবার নিজেরই উপলব্ধি হয়েছে সেই আর মিডিয়ায় কাজ করবে না। মুখ দেখাবে না, তাই নেকাব পরা শুরু করেছে। এ অবস্থায় তো মিডিয়ায় কাজ করা যায় না। লুবাবা ধর্মীয় বই পড়ে পড়ে নিজে নিজে মনে করেছে সে জীবনধারায় পরিবর্তন আনবে। তাই এই সিদ্ধান্ত নিয়েছে।’

জেমি আরও বলেন, ‘লুবাবা এরইমধ্যে কোরআন খতম দিয়েছে। বিভিন্ন ধরনের ধর্মীয় গ্রন্থ পড়ে, হাদিস পড়ে। এসব পড়াশোনা করেই তার মধ্যে এই পরিবর্তন আসে। আগামী রমজানে সে ওমরাহ হজ পালন করতে মক্কায় যাবে, এমন পরিকল্পনা রয়েছে।’