জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের বিচার অন্তর্বর্তী সরকারের মেয়াদেই সম্পন্ন হবে বলে আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি বলেন, মামলাটির তদন্ত প্রায় শেষ পর্যায়ে রয়েছে এবং আগামী ১০ দিনের মধ্যে চার্জশিট দাখিল করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
রবিবার (২৮ ডিসেম্বর) বিকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, কোর কমিটির সভায় নিয়মিত আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক নিরাপত্তা প্রস্তুতি, হাদি হত্যাকাণ্ডের তদন্ত ও বিচার কার্যক্রমের অগ্রগতি, অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২-এর অগ্রগতি, রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা এবং রাজনৈতিক দলগুলোর ভেতরে ওত পেতে থাকা দুষ্কৃতিকারী ও সন্ত্রাসীদের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
তিনি বলেন, হাদি হত্যাকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে ৬ জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এবং ৪ জন সাক্ষী সাক্ষ্য প্রদান করেছেন।
তদন্তের স্বার্থে সব তথ্য এখনই প্রকাশ করা যাচ্ছে না উল্লেখ করে তিনি বলেন, প্রকৃত অপরাধী ও মদদকারীদের শনাক্তে পুলিশ, র্যাব, বিজিবি ও অন্যান্য গোয়েন্দা সংস্থা সমন্বিতভাবে কাজ করছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, এই হত্যাকাণ্ডে ব্যবহৃত দুইটি বিদেশি পিস্তল, ৫২ রাউন্ড গুলি, ম্যাগাজিন, ছোরা, ব্যবহৃত মোটরসাইকেল ও ভুয়া নম্বর প্লেট, ঘটনাস্থল থেকে উদ্ধার করা গুলির খোসা ও বুলেট, সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে। এ ছাড়া প্রায় ৫৩টি ব্যাংক অ্যাকাউন্টের মোট ২১৮ কোটি টাকার স্বাক্ষরিত চেক উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, মামলার তদন্ত শেষ পর্যায়ে রয়েছে এবং ৭ জানুয়ারি ২০২৬-এর মধ্যে চার্জশিট দাখিল সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। ইতোমধ্যে মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই জঘন্য হত্যাকাণ্ডের ঘটনায় দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, বলেন তিনি।
হাদি হত্যার বিচার প্রক্রিয়া ব্যাহত করতে ফ্যাসিস্টের দোসর, দুষ্কৃতিকারী ও সন্ত্রাসীরা বিভিন্নভাবে তৎপরতা চালাচ্ছে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, এমন কোনো কর্মকাণ্ড করা যাবে না, যা শত্রুপক্ষকে শক্তিশালী করে বা বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে।
রাজনৈতিক দলগুলোর উদ্দেশে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিভিন্ন দলের ভেতরে সুযোগসন্ধানী, সুবিধাবাদী ও খোলস পাল্টানো দুষ্কৃতিকারী ঢুকে পড়ার চেষ্টা করছে। এ বিষয়ে দলীয় নেতৃত্বকে সতর্ক থাকতে হবে। প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নিতে হবে।
প্রেস ব্রিফিংয়ে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২-এর অগ্রগতি তুলে ধরে তিনি জানান, গত ১৩ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত অভিযানে ৯ হাজার ৯৯৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, গ্রেনেড, বোমা তৈরির উপকরণসহ বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে। মামলা ও ওয়ারেন্টমূলে এ পর্যন্ত মোট ২২ হাজার ৩৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সহিংসতা ও অপরাধমূলক ঘটনার বিষয়ে কোর কমিটির সভায় বিস্তারিত আলোচনা হয়েছে বলেও জানান তিনি।
প্রেস ব্রিফিংয়ের তিনি আরো বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনগণের জানমাল রক্ষায় সরকার দৃঢ়ভাবে কাজ করছে। হাদি হত্যাকাণ্ডের বিচার অবশ্যই হবে এ নিয়ে কোনো আপস নেই।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 






















