চলে যাচ্ছে ২০২৫। নানা হিসাব-নিকাশ শেষ করে শেষ হয়ে যাচ্ছে বছর। এই বছর বিশ্বজুড়ে শোবিজ অঙ্গনে ছিল অস্থিরতা। কাজ কমে যাওয়া যাওয়া, সিনেমা হল কমে যাওয়া, সামাজিকমাধ্যমে সাধারণের আসক্তি— নানা বিষয়ই ছিল আলোচনায়।
কিন্তু এসবের বাইরেও ব্যক্তিগত জীবন চলে আসে সামনে। এ বছর দেশীয় শোবিজ অঙ্গনে যেমন বিয়ের খবর নানাভাবে আলোচিত তেমন আলোচনায় ছিল না ভাঙনের খবর। তবে দেশীয় শোবিজে অল্প কিছু ভাঙনের খবর প্রকাশ্যে আসে।
দিলশাদ নাহার কনা
এ বছর সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা দীর্ঘদিনের সংসার জীবনের ইতি টেনেছেন।
ছয় বছর আগে ভালোবেসে গোলাম মোহাম্মদ ইফতেখার গহিনকে বিয়ে করেছিলেন তিনি। তবে বনিবনা না হওয়ায় গত ১৬ জুন তাদের আনুষ্ঠানিক বিচ্ছেদ ঘটে। তবে এ বছরই কনার ফের বিয়ের খবর আলোচনায় এসেছিল, শেষ পর্যন্ত সেটা গুঞ্জনে পরিণত হয়।
হৃদয় খান
সংগীতশিল্পী হৃদয় খান তার তৃতীয় বিয়ের বিচ্ছেদের খবরটি জানান গত ১৯ ফেব্রুয়ারি।
২০১৭ সালের ১০ সেপ্টেম্বর পারিবারিকভাবে হুমায়রার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি। দীর্ঘ ৭ বছরেরও বেশি সময় পর সেই সম্পর্কে ইতি টানেন এই শিল্পী।
রাশেদ মামুন অপু
অভিনেতা রাশেদ মামুন অপুর ঘর ভেঙেছে আসলে ছয় বছর আগেই, তবে বিষয়টি এতকাল অগোচরে ছিল। গত ১৪ ডিসেম্বর তার স্ত্রী, সংবাদপাঠিকা মমরেনাজ মোমো বিচ্ছেদের খবরটি প্রকাশ্যে আনেন। এর মাধ্যমে দীর্ঘদিনের আড়ালে থাকা সত্যিটি সামনে আসে।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 
























