বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও পবা–মোহনপুর আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এ শফিকুল হক মিলন মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার রাজশাহী জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে নিজের মনোনয়নপত্র জমা দেন।
রাজশাহী-৩ আসনের এই প্রার্থী আরও বলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ থাকায় নিজে মনোনয়নপত্র জমা দিতে পারেননি। তাঁর সুস্থতার জন্য দেশবাসীর দোয়া কামনা করেন তিনি। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে জনগণের প্রত্যাশা পূরণে দিকনির্দেশনা দিয়েছেন, যা মাঠপর্যায়ে বাস্তবায়ন করা হবে।
পবা–মোহনপুর এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে মিলন বলেন, বেকার যুবক, কৃষক ও নারীদের জন্য কার্যকর উদ্যোগ নেওয়া হবে। কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত, নারীদের স্বাবলম্বী করা, শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নই হবে তাঁর অগ্রাধিকার।
তিনি আরও বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না হলে জনগণ তা মেনে নেবে না। এখনো সময় আছে সংশ্লিষ্টদের নিরপেক্ষ হওয়ার। বক্তব্যের শেষে তিনি সবার সহযোগিতা কামনা করেন।
এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন।

রায়হান রোহানঃ 






















