সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ডেইলি দেশ নিউজ ডটকম”র প্রকাশক রায়হান রোহান ।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক শোক বার্তায় তিনি বলেন, “বাংলাদেশের রাজনৈতিক চর্চায় ও ইতিহাসে বেগম খালেদা জিয়া একজন উজ্জ্বল ও গুরুত্বপূর্ণ চরিত্র ছিলেন।
বাংলাদেশের রাজনীতির এক অবিসংবাদিত অধ্যায়, সাবেক প্রধানমন্ত্রী ও আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালের খবরে আমরা গভীরভাবে শোকাহত। আজ ভোর ৬টায় তাঁর ইন্তেকালের মাধ্যমে জাতি একজন সাহসী, দৃঢ়চেতা ও প্রভাবশালী রাজনৈতিক নেত্রীকে হারাল। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি গণতন্ত্র, জাতীয় স্বার্থ ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় আপসহীন অবস্থান নিয়ে ইতিহাসে নিজের নাম চিরস্থায়ী করে গেছেন।
তাঁর নেতৃত্ব, ত্যাগ ও সংগ্রাম বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। ডেইলি দেশ নিউজ ডটকম-এর পক্ষ থেকে আমরা মরহুমার রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার, দলীয় নেতাকর্মী ও অসংখ্য গুণগ্রাহীর প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
আল্লাহ তায়ালা তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং এই শোকাবহ সময়ে দেশবাসীকে ধৈর্য ধারণের তৌফিক দান করুন—আমিন।
খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনির জটিলতাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। শ্বাসকষ্ট দেখা দিলে গত ২৩ নভেম্বর তাকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
দেশি ও বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছিল। চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে শারীরিক অবস্থা ভালো না থাকায় তা সম্ভব হয়নি।একজন আপোষহীন নেত্রীর বিদায় আমরা শোকাহত

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 


















