ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী রাজশাহীর ছয়টি আসনের বিপরীতে মনোনয়ন দাখিল করেছেন ৩৮ জন প্রার্থী।
সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জেলা রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসব মনোনয়ন ফরম দাখিল করেছেন। এতে জামায়াত, বিএনপি, এবি পার্টি, ইসলামী আন্দোলনসহ ৩৮ জন মনোনয়ন দাখিল করেছেন।
এতে রাজশাহী-১ থেকে ছয়জন, রাজশাহী-২ আসন থেকে নয়জন, রাজশাহী-৩ আসন থেকে সাতজন, রাজশাহী-৪ আসন থেকে চারজন, রাজশাহী-৫ আসন থেকে আটজন ও রাজশাহী-৬ আসন থেকে চারজন ত্রয়োদশ জাতীয় সংসদ নিবার্চনের মনোনয়পত্র দাখিল করেছে।
আলোচিত প্রার্থীদের মধ্যে রয়েছেন রাজশাহী-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিনু এবং রাজশাহী-১ আসনে জামায়াত মনোনীত দলটির কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 























