সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আজ বুধবার থেকে সারা দেশ তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন শুরু হয়েছে।
শোকের প্রথম দিনে রাজশাহী জুড়ে লক্ষ্য করা গেছে নিস্তব্ধতা। সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও শিক্ষা প্রতিষ্ঠানসহ দেশের সকল সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।
নগরীর মোড়ে গুলোতে মাইকে বেজে চলছে শোকের বার্তা।
এদিকে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসহ অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান ও মার্কেট বন্ধ রাখা হয়েছে।
এছাড়া আজ (৩১ ডিসেম্বর) বাদ যোহর রাজশাহীর বিভিন্ন মসজিদে গায়েবানা জানাজার নামাজ অনুষ্ঠিত হবে, জানাজা শেষে মরহুমের আত্মার শান্তি কামনায় মোনাজাত করা হবে।
রাষ্ট্রীয় শোক ৩১ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত চলবে।

রায়হান রোহানঃ 























