বৃহস্পতিবার, ০১ জানুয়ারী ২০২৬, ১৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচনের আগে বিশ্ব ইজতেমা না করার নির্দেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আগে গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে ইজতেমাসহ‌ কোনো ধরনের সমাবেশ বা অনুষ্ঠান না করার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এই নির্দেশনা দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পুলিশ মহাপরিদর্শককে (আইজিপি) চিঠি পাঠানো হয়েছে।

এর আগে, তাবলীগ জামাতের একাংশের নেতৃত্ব দেওয়া মাওলানা মুহাম্মাদ জুবায়ের (মাদরাসা উলুমি দীনিয়া মালওয়ালী মসজিদের খতিব ও প্রিন্সিপাল এবং তাবলীগ জামাতের আহলে সুরার সদস্য) ইজতেমা মাঠে খুরুজের জোড় ও ইজতেমা করার আবেদন জানিয়েছিলেন।

তাদের সেই আবেদনের কথা উল্লেখ করে স্বরাষ্ট্র মন্ত্রণালযয়ের চিঠিতে বলা হয়, টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে আগামী ২-৪ জানুয়ারি খুরুজের জোড় এবং ২২-২৪ জানুয়ারি ‘বিশ্ব ইজতেমা-২০২৬’ আয়োজনের অনুরোধ জানানো হয়েছিল। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে সম্পাদনের লক্ষ্যে যাচিত সময়সূচি অনুযায়ী নির্বাচন-পূর্ব সময়ে খুরুজের জোড় ও বিশ্ব ইজতেমাসহ ওই মাঠে কোনো ধরনের সমাবেশ বা অনুষ্ঠান আয়োজন না করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ মহাপরিদর্শককে অনুরোধ জানানো হয়েছে।

চিঠিতে আরও বলা হয়, জাতীয় গুরুত্বপূর্ণ এই নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতির বিষয়টি বিবেচনায় রেখে টঙ্গী ইজতেমা ময়দান নির্বাচনকালীন সমাবেশমুক্ত রাখা প্রয়োজন।

এ বিষয়ে পুলিশসহ সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং সার্বিক সহযোগিতা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

নির্বাচনের আগে বিশ্ব ইজতেমা না করার নির্দেশ

প্রকাশিত সময় : ০৯:৩৪:১৬ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আগে গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে ইজতেমাসহ‌ কোনো ধরনের সমাবেশ বা অনুষ্ঠান না করার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এই নির্দেশনা দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পুলিশ মহাপরিদর্শককে (আইজিপি) চিঠি পাঠানো হয়েছে।

এর আগে, তাবলীগ জামাতের একাংশের নেতৃত্ব দেওয়া মাওলানা মুহাম্মাদ জুবায়ের (মাদরাসা উলুমি দীনিয়া মালওয়ালী মসজিদের খতিব ও প্রিন্সিপাল এবং তাবলীগ জামাতের আহলে সুরার সদস্য) ইজতেমা মাঠে খুরুজের জোড় ও ইজতেমা করার আবেদন জানিয়েছিলেন।

তাদের সেই আবেদনের কথা উল্লেখ করে স্বরাষ্ট্র মন্ত্রণালযয়ের চিঠিতে বলা হয়, টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে আগামী ২-৪ জানুয়ারি খুরুজের জোড় এবং ২২-২৪ জানুয়ারি ‘বিশ্ব ইজতেমা-২০২৬’ আয়োজনের অনুরোধ জানানো হয়েছিল। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে সম্পাদনের লক্ষ্যে যাচিত সময়সূচি অনুযায়ী নির্বাচন-পূর্ব সময়ে খুরুজের জোড় ও বিশ্ব ইজতেমাসহ ওই মাঠে কোনো ধরনের সমাবেশ বা অনুষ্ঠান আয়োজন না করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ মহাপরিদর্শককে অনুরোধ জানানো হয়েছে।

চিঠিতে আরও বলা হয়, জাতীয় গুরুত্বপূর্ণ এই নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতির বিষয়টি বিবেচনায় রেখে টঙ্গী ইজতেমা ময়দান নির্বাচনকালীন সমাবেশমুক্ত রাখা প্রয়োজন।

এ বিষয়ে পুলিশসহ সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং সার্বিক সহযোগিতা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।