বলিউডের সিনিয়র মডেল ও নৃত্যশিল্পী মালাইকা অরোরা মানেই ফিটনেস, স্টাইল আর স্পষ্ট মতামত। এবার নিজের ব্যক্তিগত জীবন নিয়ে অকপট স্বীকারোক্তিতে ফের শিরোনামে উঠে এলেন তিনি। দ্বিতীয় বিয়ের প্রসঙ্গে জানান, ভালবাসা বা সম্পর্কে তার বিশ্বাস এখনও অটুট। তবে সমাজের চাপ বা বয়সের তাগিদে বিয়ে করার কোনো্ তাড়া নেই। যদি জীবনে ঠিক মানুষ আসে, সম্পর্ক আপনাআপনি তৈরি হয়। তবেই তিনি সেই সিদ্ধান্ত নেবেন। আসলে অভিনেত্রীর মতে, একজন মহিলা যত বেশি নিজেকে বুঝবে, ততই জীবনের বড় সিদ্ধান্তগুলো সহজ হবে।
আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদের পর দীর্ঘ সময় অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে ছিলেন মালাইকা। কিন্তু বছরখানেক হলো সেই সম্পর্কও ভেঙেছে। গত বছরের মাঝামাঝি সময়ে গুঞ্জন ওঠে, মালাইকা নাকি নতুন করে ১৯ বছরের ছোট হর্ষ মেহতাকে মন দিয়েছেন। এনরিক ইগলেসিয়াস কনসার্টে তাদের একসঙ্গে দেখা যেতেই চর্চা শুরু হয়। কিন্তু ৫০ পেরিয়ে ফের কি বিয়ের পিড়িতে বসবেন বলিউডের গ্ল্যামার ডিভা? এবার এনিয়ে জল্পনার অবসান ঘটালেন অভিনেত্রী।
মালাইকা জানিয়েছেন, ২৫ বছর বয়সে বিয়ে করার সিদ্ধান্তটা আজ হলে হয়ত অন্যভাবে ভাবতেন। অভিনেত্রীর কথায়, খুব অল্প বয়সে বিয়ে করলে অনেক সময় নিজের জীবনটা ঠিক করে বোঝার সুযোগ পাওয়া যায় না। তখন কেরিয়ার, ম্যাচুরিটি বা নিজের চাহিদার বিষয়ও পরিষ্কার থাকে না। মালাইকা স্পষ্ট ভাষায় বলেন, ‘বিয়ে করার আগে মহিলাদের আগে জীবনটা বাঁচা উচিত। নিজেকে চেনা, বিভিন্ন অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাওয়া খুব জরুরি।’ তিনি মনে করেন, ছোট বয়সে বিয়ে মানেই জীবন ‘পারফেক্ট’ হবে, এই ধারণা একেবারেই ঠিক নয়। বরং নিজের পরিচয় গড়ে তোলাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

বিনোদন ডেস্ক/ডেইলি দেশ নিউজ ডটকম 










