স্তন ক্যানসারে আক্রান্ত হয়েও নিজেকে দমিয়ে রাখেননি ভারতীয় অভিনেত্রী হিনা খান। অসুস্থতাকে তুড়ি মেরে চিকিৎসার পাশাপাশি কাজও চালিয়ে যাচ্ছেন নিয়মিত। এর মাঝে ১৩ বছরের প্রেমিক রকি জয়সওয়ালের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন হিনা। বরাবরই সোজাসাপটা কথা বলতে ভালবাসেন হিনা, দাম্পত্য জীবনে শারীরিক সম্পর্কের গুরুত্ব নিয়েও অকপট অভিনেত্রী।
রকির সঙ্গে তার এই বিয়ে নিয়ে নানা কথা উঠেছে। কিন্তু হিনা বরাবর বলে এসেছেন, তার দীর্ঘ যন্ত্রণা, ঘুমহীন রাতের যত্ন নিয়েছেন রকিই। তার স্বপ্নের রাজপুত্র রকিই। কিন্তু রাজপুত্র হলেই যে নিখুঁত হবে তেমন কথা কেউ দেয়নি।হিনা সম্প্রতি একটি ভিডিও পোস্ট করেন, যেখানে দেখা যাচ্ছে, কাগজে হাতে লিখে ঘুমন্ত স্ত্রীকে ‘আই লাভ ইউ’ লিখে কাজে বেরিয়েছেন। অভিনেত্রী জানান, প্রায়ই এমনটা করেন রকি। তবে সম্পর্কে মনের সঙ্গে জড়িয়ে থাকে কামনা-বাসনা।
এই প্রসঙ্গে হিনা বলেন, ‘শারীরিক সম্পর্ক একটা সময় পর পেছনে চলে যায়। তার নেপথ্য থাকে হরমোনের পরিবর্তন, কাজের চাপ, বাড়ির সংসারের দায়িত্ব, স্বাস্থ্য। সব মিলিয়ে শারীরিক সম্পর্ক সব সময় প্রাধান্য পায় না। আর প্রচুর ঝড় পেরিয়ে যখন আপনি ১৩ বছর একটা সম্পর্কে কাটিয়ে দেন তখন শারীরিক সম্পর্কের থেকে মানসিক টানটাই বেশি অনুভব করি।’
তবে শারীরিক সম্পর্কের প্রয়োজনীয়তাকে অস্বীকার করতে নারাজ হিনা। অভিনেত্রীর কথায়, ‘‘ভালবাসা বহিঃপ্রকাশের যে ছোট ছোট জিনিসগুলো রকি করে সেটাই আমার জন্য যথেষ্ট।’

বিনোদন ডেস্ক/ডেইলি দেশ নিউজ ডটকম 










