বৃহস্পতিবার, ০১ জানুয়ারী ২০২৬, ১৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

নতুন বছরে বড় সিদ্ধান্ত আলিয়ার

গ্লোবাল স্টার বলে বিবেচিত বলিউড অভিনেত্রী আলিয়া ভাট মা হওয়ার আগে থেকেই টানা কয়েক বছর দারুণ ব্যস্ত সময় পার করেন। একের পর এক মেগাবাজেট ছবি থেকে ডাকসাইটে ব্র্যান্ডের বিজ্ঞাপনী দূত হিসেবেও দেখা যায় তাকে। সবমিলিয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রীর বৃহস্পতি এখন তুঙ্গে।

শুরুটা হয়েছিল ২০১২ সাল থেকে। তার পর আর ফিরে তাকাতে হয়নি। তবে এবার মেয়ে রাহার জন্য বড় সিদ্ধান্ত নিলেন আলিয়া ভাট। অভিনেত্রী জানান, ক্যারিয়ারকে আমি কোনো মাইলফলক হিসেবে ধরি না। আগে যেমনভাবে সিনেমা নির্বাচন করতাম, এখনও তাই করছি। তবে একটু ভিন্ন ধরনের চরিত্রে জোর দিই এখন।

 আলিয়ার ভাষ্য, ‘রোজ নিজেকে নতুন চ্যালেঞ্জের দিকে ঠেলে দিই। কমফোর্ট জোনে নিজেকে ধরে রাখতে চাই না। তবে আগে যেমনভাবে কাজ করতাম এখন অবশ্যই সেটা সম্ভব হয় না। কারণ এখন আমার সন্তান রয়েছে। তবে এই কাজের এই গতিটা কিন্তু আমি দারুণ উপভোগ করছি। যখন যে সিনেমা করি, তখন নিজেকে সেখানে উৎসর্গ করে দিই। আগে তো একসঙ্গে দু-তিনটে সিনেমার কাজ করতাম। তবে এখন আর মন চায় না।’

 চলতিবছরেও ‘লাভ অ্যান্ড ওয়ার’, ‘আলফা’-সহ একাধিক ছবির কাজে ব্যস্ত ছিলেন আলিয়া ভাট। তবে এবার থেকে তিনি যে বছরে একটাই সিনেমা করবেন, সেটা স্পষ্ট করে দিলেন। আসলে মা হওয়ার পর দায়িত্ব বেড়েছে। রাহাই এখন আলিয়ার জীবনের ধ্য়ানজ্ঞান। তাই মেয়ের সঙ্গে আরও বেশি করে সময় কাটাতেই যে তার এমন সিদ্ধান্ত, তা বলাই বাহুল্য।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

নতুন বছরে বড় সিদ্ধান্ত আলিয়ার

প্রকাশিত সময় : ১০:৪১:১০ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫

গ্লোবাল স্টার বলে বিবেচিত বলিউড অভিনেত্রী আলিয়া ভাট মা হওয়ার আগে থেকেই টানা কয়েক বছর দারুণ ব্যস্ত সময় পার করেন। একের পর এক মেগাবাজেট ছবি থেকে ডাকসাইটে ব্র্যান্ডের বিজ্ঞাপনী দূত হিসেবেও দেখা যায় তাকে। সবমিলিয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রীর বৃহস্পতি এখন তুঙ্গে।

শুরুটা হয়েছিল ২০১২ সাল থেকে। তার পর আর ফিরে তাকাতে হয়নি। তবে এবার মেয়ে রাহার জন্য বড় সিদ্ধান্ত নিলেন আলিয়া ভাট। অভিনেত্রী জানান, ক্যারিয়ারকে আমি কোনো মাইলফলক হিসেবে ধরি না। আগে যেমনভাবে সিনেমা নির্বাচন করতাম, এখনও তাই করছি। তবে একটু ভিন্ন ধরনের চরিত্রে জোর দিই এখন।

 আলিয়ার ভাষ্য, ‘রোজ নিজেকে নতুন চ্যালেঞ্জের দিকে ঠেলে দিই। কমফোর্ট জোনে নিজেকে ধরে রাখতে চাই না। তবে আগে যেমনভাবে কাজ করতাম এখন অবশ্যই সেটা সম্ভব হয় না। কারণ এখন আমার সন্তান রয়েছে। তবে এই কাজের এই গতিটা কিন্তু আমি দারুণ উপভোগ করছি। যখন যে সিনেমা করি, তখন নিজেকে সেখানে উৎসর্গ করে দিই। আগে তো একসঙ্গে দু-তিনটে সিনেমার কাজ করতাম। তবে এখন আর মন চায় না।’

 চলতিবছরেও ‘লাভ অ্যান্ড ওয়ার’, ‘আলফা’-সহ একাধিক ছবির কাজে ব্যস্ত ছিলেন আলিয়া ভাট। তবে এবার থেকে তিনি যে বছরে একটাই সিনেমা করবেন, সেটা স্পষ্ট করে দিলেন। আসলে মা হওয়ার পর দায়িত্ব বেড়েছে। রাহাই এখন আলিয়ার জীবনের ধ্য়ানজ্ঞান। তাই মেয়ের সঙ্গে আরও বেশি করে সময় কাটাতেই যে তার এমন সিদ্ধান্ত, তা বলাই বাহুল্য।