ডেইলি দেশ নিউজ-এর প্রকাশক রায়হান রোহানের পক্ষ থেকে দেশ-বিদেশে অবস্থানরত সকল সম্মানিত দেশবাসীকে জানাই নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা।
পুরোনো বছরের স্মৃতি, অভিজ্ঞতা ও বাস্তবতাকে পেছনে রেখে আমরা প্রবেশ করেছি নতুন এক বছরে—যা আমাদের সামনে নতুন সম্ভাবনা, নতুন দায়িত্ব ও নতুন প্রত্যাশার দ্বার উন্মোচন করেছে।
এই নতুন বছরে আমার প্রত্যাশা, ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় পরিসর পর্যন্ত সর্বত্র ন্যায়বোধ, মানবিকতা ও শান্তির চর্চা আরও দৃঢ় হোক। একটি স্বাধীন, দায়িত্বশীল ও জনস্বার্থনির্ভর গণমাধ্যম হিসেবে ডেইলি দেশ নিউজ সবসময় সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে অঙ্গীকারবদ্ধ।
নতুন বছরেও আমরা ক্ষমতার মুখোমুখি সত্য বলার সাহস নিয়ে, সাধারণ মানুষের কথা তুলে ধরতে এবং দেশ ও সমাজের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখতে অবিচল থাকব—ইনশাআল্লাহ।
নতুন বছর সবার জীবনে বয়ে আনুক সুস্বাস্থ্য, নিরাপত্তা ও সমৃদ্ধি। প্রিয় বাংলাদেশ এগিয়ে যাক উন্নয়ন, ঐক্য ও অগ্রগতির পথে—এই প্রত্যাশা ও প্রার্থনার মধ্য দিয়ে সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 
















