রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মৈত্রী দিবস’ পালন করছে নয়া দিল্লি

স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতিদানকারি দেশ ভারত ও দু’দেশের মধ্যেকার কূটনৈতিক সম্পর্কের ৫০ বর্ষ পূর্তি উপলক্ষে ৬ ডিসেম্বর (সোমবার) ‘মৈত্রী দিবস’ পালন করা হচ্ছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধিনের একটি সংস্থা ইন্ডিয়ান কাউন্সিল অব ওয়াল্ড এ্যাফের্য়াস (আইসিডব্লিউএ) এবং নয়া দিল্লিতে বাংলাদেশ হাই কমিশন দিনটি উদযাপন উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করেছে।

দিনটি উপলক্ষে আইসিডব্লিউএ এক আলোচনা সভার আয়োজন করেছে। অনুষ্ঠানে দিনটির তাৎপর্য ও ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পূর্বে ধারণকৃত একটি ভাষণ প্রদান করবেন। সরকারি সূত্র একথা জানিয়েছে।

অনুষ্ঠানে ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা, বাংলাদেশের সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ, ভারতে বাংলাদেশ হাই কমিশনার মোহাম্মদ ইমরান ও আইসিডব্লিউএর মহাপরিচালক রাষ্ট্রদূত বিজয় ঠাকুর সিংহ বক্তৃতা করবেন এরপর, বাংলাদেশে নিযুক্ত সাবেক হাই কমিশনার রাজীত মিত্তের সভাপতিত্বে এক প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে।

সূত্র : বাসস

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

মৈত্রী দিবস’ পালন করছে নয়া দিল্লি

প্রকাশিত সময় : ১০:০৫:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ৬ ডিসেম্বর ২০২১

স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতিদানকারি দেশ ভারত ও দু’দেশের মধ্যেকার কূটনৈতিক সম্পর্কের ৫০ বর্ষ পূর্তি উপলক্ষে ৬ ডিসেম্বর (সোমবার) ‘মৈত্রী দিবস’ পালন করা হচ্ছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধিনের একটি সংস্থা ইন্ডিয়ান কাউন্সিল অব ওয়াল্ড এ্যাফের্য়াস (আইসিডব্লিউএ) এবং নয়া দিল্লিতে বাংলাদেশ হাই কমিশন দিনটি উদযাপন উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করেছে।

দিনটি উপলক্ষে আইসিডব্লিউএ এক আলোচনা সভার আয়োজন করেছে। অনুষ্ঠানে দিনটির তাৎপর্য ও ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পূর্বে ধারণকৃত একটি ভাষণ প্রদান করবেন। সরকারি সূত্র একথা জানিয়েছে।

অনুষ্ঠানে ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা, বাংলাদেশের সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ, ভারতে বাংলাদেশ হাই কমিশনার মোহাম্মদ ইমরান ও আইসিডব্লিউএর মহাপরিচালক রাষ্ট্রদূত বিজয় ঠাকুর সিংহ বক্তৃতা করবেন এরপর, বাংলাদেশে নিযুক্ত সাবেক হাই কমিশনার রাজীত মিত্তের সভাপতিত্বে এক প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে।

সূত্র : বাসস